বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

একাকিত্ব কাটিয়ে নবজীবনের
পথে রুবেন, শিখছে গর্জন

লন্ডন: পাঁচ বছর বন্দি জীবন কেটেছে রুবেনের। ভুলে গিয়েছিল স্বভাবসিদ্ধ গর্জনও। খাঁচার কাছে গেলে ভেসে আসত তার গোঙানি। এখন ব্রিটেনের একটি পশু সংরক্ষণ সংস্থার উদ্যোগে নতুন জীবন পেয়েছে রুবেন। সে আবার গর্জন করতে শুরু করেছে। আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে পরিত্যক্ত চিড়িয়াখানায় পাঁচটি বছর কেটেছে ১৫ বছরের রুবেনের।  
নাগর্নো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের দীর্ঘ লড়াই চলছে। যুদ্ধের কারণে দু’দেশের সীমান্তের ওই চিড়িয়াখানাটি আজ ধ্বংসের মুখে। এই চিড়িয়াখানার মালিক ছিলেন একজন রুশ ধনকুবের। তাঁর মৃত্যুর পর কিছু প্রাণীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। কিছু পশু-পাখির মৃত্যু হয়। কিন্তু রুবেনের খোঁজ কেউ রাখেনি। তাকে কেউ উদ্ধার করে নিয়ে যায়নি। চিড়িয়াখানার এক কোণে রয়ে যায় সে। বিগত পাঁচ বছর ধরে সঙ্গীহীন অবস্থায় কেটেছে রুবেনের। একা থাকার কারণেই ভুলে গিয়েছিল গর্জন। অতি সম্প্রতি ব্রিটেনের অ্যানিমেল চ্যারিটি, এডিআই রুবেনকে উদ্ধার করেছে। তাদের সেবা-যত্নে রুবেন আবার গর্জন করছে। এডিআইয়ের পশু বিশেষজ্ঞ জন ক্রিমার বলেন, চিড়িয়াখানায় সিংহের প্রজনন বৃদ্ধির জন্য দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছিল রুবেনকে। কিন্তু সে সুযোগ হয়নি। দু’দেশের যুদ্ধই বদলে দিয়েছিল পরিস্থিতি। খেতে না পেয়ে বহু পশুপাখির মৃত্যু হয়েছে চিড়িয়াখানায়। শুধু বেঁচে আছে রুবেন। তিনি বলেন, ঠিকমতো খাবার পায়নি সিংহটি। চিড়িয়াখানার স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকায় রুবেনের শরীরে জটিল রোগ বাসা বেঁধেছে। উদ্ধারের পর এখন তাকে ৩০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া একটি উষ্ণ ঘরে রাখা হয়েছে। সেই সঙ্গে চলছে চিকিৎসা। সুস্থ করার পর তাকে ফের দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে। খোঁজা হচ্ছে নতুন বাসস্থান।

25th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ