বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক
স্বেচ্ছাসেবাকে গুরুত্ব বাকিংহাম প্যালেসের

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে কোনও ফাঁক রাখতে রাজি নয় বাকিংহাম প্যালেস। তিনদিনের এই বিশেষ আয়োজনের তৃতীয় দিনটিকে ইতিমধ্যেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যাভিষেকের এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সাধারণ মানুষের সক্রিয় উপস্থিতির দিকেই নজর দেওয়া হচ্ছে। তাই তৃতীয় দিনে ব্রিটেনের প্রত্যেক এলাকায় স্বেচ্ছাসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘দ্য বিগ হেল্পআউট’ নামক এই কর্মসূচিতে স্থানীয়রাই নিজেদের এলাকার উন্নতির জন্য কাজ করবেন। পাশাপাশি দেশের মানুষকে একত্রিত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবার অবদান নিয়েও তাঁদের অবগত করা হবে।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নিয়মানুসারে ব্রিটেনের নতুন রাজা হয়েছেন তাঁর পুত্র চার্লস। যদিও আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হওয়া এখনও বাকি। শনিবার ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক। ধর্মীয় এই অনুষ্ঠানে চার্লসকে আনুষ্ঠানিকভাবে দেশের নতুন রাজা হিসেবে ঘোষণা হবে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন আর্চবিশপ অব ক্যান্টারবেরি জাস্টিন ওয়েলবি। সূত্রের খবর, বাকিংহাম প্যালেস থেকে মিছিল করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছবেন চার্লস। ‘দ্য কিংস প্রসেশন’ নামক এই বিশেষ মিছিলে তাঁর সঙ্গে থাকবেন কুইন কনসর্ট ক্যামিলা। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকের অনুষ্ঠান শেষে আরও বড় একটি মিছিলের আয়োজন করা হবে। ‘দ্য কোরোনেশন প্রসেশনে’ রাজা ও রানির সঙ্গে থাকবেন ব্রিটিশ রাজপরিবারের বহু সদস্য। বাকিংহাম প্যালেসের বারান্দায় চার্লস ও ক্যামিলার উপস্থিতির মধ্যে দিয়ে শেষ হবে সেদিনের অনুষ্ঠান।
পরের দিন, অর্থাৎ ৭ মে উইন্ডসর ক্যাসেলে রাজ্যাভিষেক উপলক্ষ্যে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা, প্রযোজনা ও সম্প্রচারের দায়িত্বে রয়েছে বিবিসি। পাবলিক ব্যালটের মাধ্যমে এই সঙ্গীতানুষ্ঠানের টিকিট সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ। অনুষ্ঠান করবেন সঙ্গীত জগতের রথী-মহারথীরা। বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি এদিন সমবেত সঙ্গীত পরিবেশন করবে কোরোনেশন কয়ার। সঙ্গীতের পাশাপাশি থাকবে নৃত্য ও বাচিকশিল্পীদের পরিবেশনা। তবে দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ‘লাইটিং আপ দ্য নেশন’। আলো ও প্রোজেকশনের সাহায্যে সেজে উঠবে দেশের একাধিক ঐতিহাসিক স্থান। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রাজ্যাভিষেক উপলক্ষ্যে ‘কোরোনেশন বিগ লাঞ্চ’ নামে মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে। এখানে একসঙ্গে খাওয়াদাওয়া করার সুযোগ পাবেন বিভিন্ন গোষ্ঠীর মানুষ। আয়োজনের দায়িত্বে থাকবে ইডেন প্রজেক্ট। 
তৃতীয় এবং শেষদিন স্বেচ্ছাসেবাকেই গুরুত্ব দেবে বাকিংহাম প্যালেস। দ্য টুগেদার কোলিশন সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় দেশজুড়ে আয়োজিত হবে ‘দ্য বিগ হেল্পআউট’। স্থানীয় এলাকার উন্নতি সাধনে বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করাই সংশ্লিষ্ট কর্মসূচির প্রধান লক্ষ্য। সেবা করবেন এলাকার বাসিন্দারা। অংশ নেবেন বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে। 
এভাবেই তিনদিনের এই বৃহৎ আয়োজনের মাধ্যমে রাজ্যাভিষেকের এই বিশেষ মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে প্রস্তুত আপামর ব্রিটেনবাসী।   

23rd     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ