বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভারত-চীন সম্পর্কে নাক গলাবেন না 
আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল বেজিং

ওয়াশিংটন: ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নাক গলাবেন না— আমেরিকাকে এভাবেই হুমকি দিয়েছিল চীন। পেন্টাগনের রিপোর্টে এমন দাবিই করা হয়েছে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে সংশ্লিষ্ট রিপোর্টটি জমা পড়েছে। তাতে বলা হয়েছে, গলওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের ব্যাপক সেনা সমাবেশ নিয়ে ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতির ফায়দা নিয়ে আমেরিকা যাতে ভারতের কাছাকাছি চলে না আসতে পারে, সেজন্যই বেজিং এই হুঁশিয়ারি দিয়েছিল। চীনের আধিকারিকরা সংশ্লিষ্ট মার্কিন আধিকারিকদের বলেন, ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা যেন কোনওভাবেই হস্তক্ষেপের চেষ্টা না করে। পেন্টাগন জানিয়েছে, গলওয়ান সীমান্তে সংঘাতের বিষয়টি ধামাচাপা দেওয়ার বা খাটো করে দেখানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন  চীনের আধিকারিকরা। এই রিপোর্ট অনুযায়ী, ২০২১ সাল জুড়েই ভারত-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু অংশে বিশাল লাল ফৌজ মোতায়েন করা হয়। পাশাপাশি,প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিকাঠামো নির্মাণের কাজও তারা সমানতালে চালিয়ে যায়। এর আগে ২০২০ সালে মে মাসের গোড়ায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় ভারত ও চীনের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাতাহাতির ফলে দু’পক্ষের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। দু’তরফেই সীমান্তে ব্যাপক সেনা সমাবেশ করা হয়। দু’দেশই পরস্পরের সেনাকে আগের অবস্থানে ফিরে যাওয়ার দাবি তুললেও কোনওপক্ষই তাতে কর্ণপাত করেনি। চলতে থাকে অভিযোগ ও পাল্টা অভিযোগের পর্ব। এই ঘটনার পর থেকেই দু’পক্ষই  সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় সীমান্তে সেনা মোতায়েন রেখেছে। দু’তরফেই একটা চাপা টেনশন বহাল রয়েছে। 

2nd     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ