বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

সাইবেরিয়ায় সাড়ে ৪৮ হাজার বছরের
হিমায়িত জম্বি ভাইরাসের হদিশ

মস্কো: জলবায়ুর পরিবর্তনের ফলে ফের মাথাচাড়া দিতে পারে ‘জম্বি’ ভাইরাস। ৪৮ হাজার ৫০০ বছর ধরে একটি হ্রদে বরফের নীচে সুপ্ত অবস্থায় ছিল  ভাইরাসটি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের, এই সুদীর্ঘ সময় ধরে হিমায়িত অবস্থায় থাকলেও ওই ভাইরাসের মধ্যে সংক্রামক ক্ষমতা এখনও অটুট। আর সেটাই উদ্বেগের কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে প্রাণীকূলের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়লে কতটা মারাত্মক হতে পারে, তা এখনও স্পষ্ট নয় গবেষকদের কাছে।  কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে সুপ্রাচীন চিরতুষারাবৃত অঞ্চল গলতে শুরু করলে এ ধরনের ভাইরাস সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা গবেষকদের। 
সম্প্রতি প্রায় দু’ডজন ভাইরাসের খোঁজ পেয়েছেন ইউরোপের বিজ্ঞানীরা। তার মধ্যে উল্লেখযোগ্য জম্বি ভাইরাস। রাশিয়ার সাইবেরিয়ায় একটি তুষারাবৃত অঞ্চল থেকে ওই ভাইরাসের হদিশ মিলেছে। ইতিমধ্যেই তাঁরা গবেষণার জন্য পুণরুজ্জীবন ঘটিয়ে জম্বি ভাইরাসের  ১৩টি নতুন প্যাথোজেন চিহ্নিত করেছেন। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি দিয়েছেন যে, বায়ুমণ্ডলের উষ্ণতাবৃদ্ধিতে  ভূগর্ভস্থ চির হিমায়িত অঞ্চল গলতে থাকলে পূর্বেকার আটকে থাকা মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস উন্মুক্ত হয়ে উঠবে। এতে  জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠবে। তেমনি চরম বিপদের কারণ হয়ে উঠতে পারে প্রায় ৫০ বছর ধরে সুপ্ত থাকা ওই ভাইরাস। স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে বিজ্ঞানী মহলে। এখন আলো, তাপ ও অক্সিজেনের সংস্পর্শে এলে ভাইরাসটি কতটা মারাত্মক হতে পারে, তা নিয়ে গবেষণা চলছে। 

30th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ