বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

চীনে লকডাউন বিরোধী প্রতিবাদের খবর
করতে গিয়ে প্রশাসনের কোপে সাংবাদিক

 

সাংহাই: করোনা ফের দানা বাঁধতেই চীনে শুরু হয় লকডাউন। আর এই লকডাউনের কোপে পড়ে জেরবার দেশের সাধারণ মানুষ। তার জেরেই দেশজুড়ে চলছে প্রতিবাদ। সেই গনবিক্ষোভের খবর করতে গিয়ে সরকারের রোষে পড়লেন সাংবাদিক। রবিবার বিবিসি নিউজ দাবি করেছে, চীনা পুলিস তাদের সাংবাদিককে মারধর এবং আটক করেছে। ওই সাংবাদিক সাংহাইয়ে প্রতিবাদের খবর কভার করছিলেন। অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়েও দেওয়া হয় বলে বিবিসির তরফে জানানো হয়েছে। তবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করছে ব্রিটিশ ওই সংবাদ সংস্থা। তারা জানিয়েছে, ‘আমাদের সাংবাদিক এড লরেন্সের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, সেব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক। চীনা প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। 
এদিকে লরেন্সকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরই চীনা বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, লরেন্স নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেননি। সে কারণেই ভুল বোঝাবুঝি হয়েছিল। এদিকে সরকারের জিরো কোভিড পলিসি নিয়েই মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ। রবিবার সাংহাইয়ের রাস্তায় কাতারে কাতারে মানুষ বিক্ষোভে শামিল হন। সরকারের এই নয়া পলিসিতে কড়া লকডাউনের জেরে স্বাভাবিক জীবন যাপনে প্রচণ্ড সমস্যা হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ঝিনজিয়াং প্রদেশের উরুমিতে ভয়াবহ আগুন লাগে। কিন্তু লকডাউনের জেরে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা হয়। তারপর থেকেই জনতার রোষ দ্বিগুণ বাড়ে। ওইদিনই উরুমি সরকারি ভবনের বাইরে ক্ষোভে ফেটে পড়ে জনতা। দাবি তোলে অবিলম্বে লকডাউন প্রত্যাহার করতে হবে।  সেই রোষের আগুনই গোটা দেশে ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, চীনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে।

29th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ