বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ডিসেম্বরেই রাষ্ট্রসঙ্ঘে বসতে চলেছে গান্ধীর মূর্তি

নয়াদিল্লি: ডিসেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হবে। রাষ্ট্রসঙ্ঘকে ওই মূর্তি উপহার দিয়েছে ভারত। ডিসেম্বরে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে রাষ্ট্রসঙ্ঘে আসবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সফরের সময় ওই মূর্তির উদ্বোধন হবে। জানা গিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের মর্যাদাপূর্ণ নর্থ লনে বসবে এই মূর্তি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্য দেশের প্রতিনিধিরা। থাকতে পারেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেইরেসও। 
এই প্রথমবার অন্যান্য বহুমূল্য শিল্প সামগ্রীর পাশাপাশি সেখানে স্থান পাবে গান্ধীজীর মূর্তি। তা তৈরি করেছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভাস্কর রাম সুতার। এবিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেছেন, মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির ঐতিহ্য চিরস্থায়ী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যের কথাও উল্লেখ করেছেন কম্বোজ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ‘বর্তমান সময় যুদ্ধের যুগ নয়’ মন্তব্যে গান্ধীজির ঐতিহ্যের প্রতিফলন ঘটেছে। আর তা সারা বিশ্ব সাদরে গ্রহণ করেছে। 
নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের পাশাপাশি ডিসেম্বরে ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন পিসকিপার্স’ নামক কর্মসূচির সূচনা করবে ভারত। বিশ্বজুড়ে শান্তিরক্ষকদের বিরুদ্ধে অপরাধ রুখতে বিশেষ ভূমিকা পালন করবে এই গোষ্ঠী।

28th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ