বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ছাগলের দুধের ফর্মুলার বিকাশ ঘটিয়ে শিশুদের পানযোগ্য করে,
ফোর্বসের প্রভাবশালী নারীদের তালিকায় ক্রিস্টি

সিডনি, ২৭ নভেম্বর:  শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেক মা নিজের নবজাতক সন্তানকে স্তনপান করাতে পারেন না। যার ফলে নবজাতকের শারীরিক গঠনে একটা প্রভাব পড়ে। গোটা বিশ্বেই এই সমস্যা ধরা পড়ছে। সেই সমস্যার মুখে পড়েছিলেন ক্রিস্টি ক্যার নিজেও। তাই এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন যা আজ, গোটা বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে। হংকংয়ের ক্যাফে প্যাসিফিকের প্রাক্তন কর্মী ছাগলের দুধকে নবজাতকদের পানের যোগ্য করে তুলেছেন। যে সব মায়েরা নিজের স্তন পান করাতে অক্ষম তাঁদের সন্তানদের জন্য বিশেষ এই দুধ বাজারে এনেছেন ক্রিস্টি ক্যার। প্রথমে বাবস অস্ট্রেলিয়া নামের এক বেবি ফুড কোম্পানি খোলেন তিনি। তারপরে ছাগলের দুধকে বোতলে বন্দি করে নবজাতকদের পান যোগ্য করেন তিনি। নিজের বাড়ি থেকেই সেই পরীক্ষা নিরিক্ষা শুরু করেন ক্রিস্টি। নিজ সন্তানকে ওই দুধ পান করান। সফলতা পেয়েই বাজারে আনেন সেই বিশেষ দুধ। সিডনিতে অবস্থিত কোম্পানিটি অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে বাণিজ্য শুরু করে ২০১৭ সালে। যার বর্তমান আয় দ্বিগুণের বেশি হয়ে ৫৭ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর এইখানে দ্রুত পরিচিতি লাভ করেন ক্রিস্টি। ফোর্বসের ২০২২ সালের এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ীদের মধ্যে স্থান পেয়েছেন ক্রিস্টি। ২০০৬ সালে বুকের দুধের বিকল্প এনে এক বিপ্লব ঘটান তিনি। যার চাহিনা প্রতিদিন বাড়ছে গোটা বিশ্বজুড়ে।

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ