বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

চাঁদের কক্ষপথে ওরায়ন, অর্ধেক
প্রদক্ষিণ করেই ফিরবে পৃথিবীতে

ওয়াশিংটন: দেরি হলেও অবশেষে মিলল সাফল্য। নাসার ওরায়ন মহাকাশযান শুক্রবারই চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে। এবার শুধু সেই কক্ষপথ অর্ধেক প্রদক্ষিণ করাই লক্ষ্য। সেটাও শনিবারের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র। নাসার চন্দ্রাভিযানের প্রথম পর্যায় প্রায় সম্পূর্ণ বলে তারা সরকারি বিবৃতিতে জানিয়েও দিয়েছে। চন্দ্রযান ওরায়নের এই সফল অভিযানের উপরই নির্ভর করছে আর্টেমিস-২ এবং আর্টেমিস-৩-এর সাফল্য। যা আগামী বছরগুলিতে চন্দ্রাভিযানের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে। গত সপ্তাহেই ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল চন্দ্রযান ওরায়ন। মার্কিন মহাকাশ সংস্থা জানিয়েছে, সফলভাবেই ওরায়ন চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে। আগামী বছরগুলিতে চাঁদের মাটিতে মানুষের পা রাখার অভিযানও সফল হবে বলে আশাবাদী নাসা। ১৯৭২ সালে শেষবারের মতো অ্যাপোলো মিশনের পর আরও একবার সেই লক্ষ্যেই এগচ্ছে নাসা। 
এবারের অভিযানে চাঁদ ছাড়িয়ে আরও ৪০ হাজার মাইল সফর করবে ওরায়ন। অর্ধেক কক্ষপথ পরিক্রমা সেরে সেটি ফেরার জন্য যাত্রা শুরু করবে। আশা করা যাচ্ছে, রওনা দেওয়ার ২৫ দিন পর ১১ ডিসেম্বর ওরায়ন পৃথিবীতে ফিরে আসবে।
চাঁদকে প্রদক্ষিণ করছে ওরায়ন। দূরে দেখা যাচ্ছে পৃথিবী। নাসার চন্দ্রযানের লেন্সেই ধরা পড়েছে এই ছবি।

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ