বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃত বেড়ে ২৬৮

সিয়ানজুর (ইন্দোনেশিয়া): ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপের তলা থেকে আরও মৃতদেহ উদ্ধার হওয়ায় মঙ্গলবার মৃতের সংখ্যা পৌঁছেছে ২৬৮তে। রাত পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৫১ জন। জাতীয় বিপর্যয় রক্ষা বাহিনীর তরফে উদ্ধার কাজ চলছে। ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির প্রধান সুহারিয়ান্তো জানিয়েছেন, সোমবার বিকেলের শক্তিশালী ভূমিকম্পের (রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৬) ঘটনায় ১ হাজার ৮৩ জন আহত হয়েছেন। মূল ভূকম্পনের পরের দু’ঘণ্টায় আরও ২৫টি আফটারশক অনুভূত হয়েছে। স্থানীয় মানুষ তাই এখনও আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি। 
সিয়ানজুরের বাসিন্দা এক মহিলা জানিয়েছেন, ‘ভূমিকম্পের সময় মনে হচ্ছিল আমাদের বাড়িটি যেন নাচছে। ভয়ে কাঁদতে কাঁদতে আমি স্বামী ও সন্তানদের জাপটে ধরি।’ সবাইকে নিয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসতেই ওই মহিলার বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় গোটা পরিবার। সামান্য দেরি হলে কী ঘটে যেতো, তা ভেবেই শিউরে উঠছেন তিনি। সিয়ানজুরের চারিদিকে এখনওছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপের চিহ্ন। ভাঙা বাড়িঘরের মধ্যে থেকে চলছে উদ্ধার কাজ। অধিকাংশ জায়গাতেই নেই বিদ্যুৎ সংযোগ।  চিকিৎসার জন্য সিয়ানজুরের হাসপাতালের বাইরে শ’য়ে শ’য়ে মানুষ ভিড় করেছেন। জানা গিয়েছে, সিয়ানজুরে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মানুষের বাস। এর মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। ধস সরিয়ে রাস্তা সারাইয়ের কাজও চলছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 
ধ্বংসের মাঝে। পশ্চিম জাভার সিয়ানজুরে পিটিআইয়ের তোলা ছবি।

23rd     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ