বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

জার্মানির ড্রেসডেনে মাতৃ আরাধনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় মেতে উঠেছে জার্মানির ড্রেসডেনের বাঙালিরাও। শুরুটা ২০১৯ সালে। সন্ধ্যায় এক আলাপচারিতার ফাঁকেই পুজোর কথা মাথায় আসে। সেই ভাবনা থেকেই শুরু হয় বঙ্গোৎসব ড্রেসডেন ও তাদের অনুষ্ঠিত দুর্গাপুজো। এক, দুই করে তা চার বছরে পা দিল। দুই বাংলা থেকে আসা বাঙালিরা এতে অংশ নেন। এই পুজোর সঙ্গে যুক্ত অর্ক বক্সি জানিয়েছেন, চার বছরে আমেজ, উৎসাহ, উদ্দীপনা কিছুই বদলায়নি, শুধু বদলেছে অনুষ্ঠানের স্থান। প্রথম বছর খুব ধুমধাম করে ‘কুলটুর ট্রেফে’-তে পুজোর আয়োজন করা হয়েছিল।  এখন ‘কসেবাউদে ফেরাইন হাউজে’ই মাতৃ আরাধনায় ব্রতী হন ড্রেসডেনের বাঙালিরা। পরশি বিদেশিরাও এই পুজোর শরিক হয়ে ওঠেন। প্রতিদিন শ’খানেক মানুষ এলেও, অষ্টমীর দিন তা ১৫০ ছাড়িয়ে যায়।

2nd     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ