বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পাকিস্তানে জ্বালানি সঙ্কটের
জেরে থমকে ট্রেন চলাচল

 

লাহোর: আর্থিক সঙ্কটে জবুথবু দশা পাকিস্তানের। মরার উপর খাঁড়ার ঘা বসিয়েছে ভয়াবহ বন্যা। জ্বালানির অভাবে দেশজুড়ে ট্রেন চলাচল কার্যত থমকে যাওয়ার মুখে। পাকিস্তান রেলওয়েজ জানিয়েছে, অর্থাভাব সহ একাধিক কারণে এই বেহাল দশা। বহু স্টেশনেই ট্রেন চালানোর মতো প্রয়োজনীয় জ্বালানি নেই। পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি সংস্থাগুলি থেকে ডিজেল সংগ্রহ করছে রেল। সূত্রের খবর, জ্বালানির জোগানে টান পড়ার কারণ টাকা-পয়সার অভাব। অতিরিক্ত জেনারেল ম্যানেজার আমির বালোচ অবশ্য ডিজেল সঙ্কটের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান রেলওয়েজ বেসরকারি সংস্থার কাছ থেকে জ্বালানি নিচ্ছে। যদিও সূত্রের খবর, বিধ্বংসী বন্যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি ও লোকসান হয়েছে। এতে টান পড়েছে রেলের মাসিক রোজগারে। সেজন্যই  ট্রেন চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। রেলওয়ে সূত্রে খবর, লাহোর ইঞ্জিন শেড অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গত মঙ্গলবারের হিসেবে মাত্র ৯০ হাজার লিটার ডিজেল ছিল। ফয়সালাবাদ স্টেশনে যে জ্বালানি রয়েছে, তা একদিনের কাজ চালানোর মতোও পর্যাপ্ত নয়। মুলতান ও সুক্কুর ডিভিশনে পরিস্থিতি আরও খারাপ। সেখানে হাতেগোনা কয়েকটি মালবাহী ও যাত্রীবাহী ট্রেন এখনও চলছে বলে জানা গিয়েছে।

1st     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ