বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

হিজাব বিরোধী আন্দোলন: কড়া
ব্যবস্থার হুঁশিয়ারি প্রেসিডেন্টের

তেহরান: হিজাব বিরোধী আন্দোলনের জেরে জ্বলছে ইরান। হিজাব পুড়িয়ে,  মাথায় চুল কেটে উত্তাল বিক্ষোভের সামনে সারিতে মহিলারা। পুলিসি হেফাজতে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলতি আন্দোলনের সূত্রপাত। তারপর থেকে ক্ষোভের আগুন ছড়িয়েছে দেশজুড়ে। চাপে পড়লেও হিজাব পরার নিয়ম শিথিল করতে নারাজ প্রশাসন। বরং বিক্ষোভ দমনেই কড়া বার্তা দেওয়ার চেষ্টা করেছে ইরান সরকার। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক মানুষের মৃত্যু হয়েছে।  এবার আন্দোলনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হিংসায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। এটাই ইরানের সাধারণ মানুষের দাবি। কাউকে আইন লঙ্ঘন ও ঝামেলা পাকাতে  দেওয়া হবে না।’ আমেরিকার বিরুদ্ধে আন্দোলনে ইন্ধন জোগানোর অভিযোগও তুলেছেন তিনি। রাইসির কথায়, ‘শত্রুপক্ষ আমাদের দেশের ঐক্যকে নিশানা বানিয়েছে। তাই সাধারণ মানুষকে উস্কানি দিয়ে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ সম্প্রতি ইরানে মাশা আমিনি নামে ২২ বছরের তরুণী হিজাব না পরেই রাস্তায় বেরিয়েছিলেন। সেই ‘অপরাধে’ তাঁকে গ্রেপ্তার করে সেদেশের নীতি পুলিস। অভিযোগ, পুলিসি হেফাজতে তাঁর উপর অমানবিক অত্যাচার চালানো হয়। গত ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয় কুর্দিস্তান প্রদেশের ওই তরুণীর। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন দেশের মানুষ। এপ্রসঙ্গে প্রেসিডেন্ট বলেছেন, ‘গোটা দেশ মাশার মৃত্যুতে শোকাহত। খুব শীঘ্রই ফরেন্সিক ও আইনি রিপোর্ট প্রকাশ করা হবে। তবে একথাও মাথায় রাখা উচিত যে প্রতিবাদ আর দাঙ্গা এক জিনিস নয়।’ এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে মাশার পরিবার। হেফাজতে থাকাকালীন মাশার সমস্ত ছবি ও ভিডিও প্রকাশের দাবিও জানানো হয়েছে। পরিবারের এক সদস্যের অভিযোগ, মাথায় গুরুতর আঘাত লাগার কারণেই মৃত্যু হয়েছে মাশার।

30th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ