বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

বাল্টিক সাগরে রুশ গ্যাস পাইপলাইনে
ফাটল, পরিবেশের প্রবল ক্ষতির আশঙ্কা

নয়াদিল্লি: রুশ প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী সংস্থা নর্ড স্ট্রিমের পাইপলাইনে ফাটল। এই  ঘটনা ঘিরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে রাশিয়ার সংঘাতের পারদ আরও চড়তে চলেছে।  ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই পশ্চিমে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। ইউরোপের দাবি, চলতি জ্বালানি সঙ্কটকে আরও ঘোরালো করে তুলতে চায় রাশিয়া। এজন্য ইচ্ছাকৃতভাবে বাল্টিক সাগরের নীচে থাকা পাইপলাইনগুলি থেকে গ্যাস লিক করিয়েছে রাশিয়া। এরইমধ্যে এই ঘটনায় পরিবেশের উপর প্রভাব নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
   চলতি সপ্তাহে নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে তিনটি ফাটল ধরা পড়েছে বলে খবর। বাল্টিক সাগরে বিস্ফোরণের জেরে এই দুর্ঘটনা বলে সন্দেহ। ওই দুটি পাইপলাইন পুরোমাত্রায় কার্যকর ছিল না। কিন্তু ফাটল ও তার কারণে লিকেজের সময় পাইপলাইনগুলিকে প্রাকৃতিক গ্যাস ছিল।  এই দুর্ঘটনা ইচ্ছাকৃত কিনা, তা নিয়ে বিতর্কের মধ্যে পরিবেশবিদদের অবশ্য ভাবাচ্ছে অন্য একটি বিষয়।  নর্ড স্ট্রিমের ওই প্রাকৃতিক গ্যাসের একটি প্রধান উপাদান মিথেন। কার্বন ডাই অক্সাইডের পর এটি বিশ্বের সবচেয়ে ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস। জলে মিথেনের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে পরিবেশের উপর তার বিরূপ প্রভাব পড়তে বাধ্য। যদিও ক্ষতির পরিমাণ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না বিষেশজ্ঞরা। লিকের কারণে কত পরিমাণ মিথেন নির্গত হয়েছে, সেসম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ক্লিন এয়ার টাস্ক ফোর্স নামে অলাভজনক সংস্থার কর্মী ডেভিড ম্যাকাবে বলেছেন,, ‘পাইপলাইন থেকে গ্যাস লিক করায় পরিবেশ দূষিত হবে। এর জেরে প্রাণী জগতের প্রভূত ক্ষতির আশঙ্কা রয়েছে।’ গ্যাস লিকে জলজপ্রাণীদের ক্ষতির আশঙ্কা তেমন নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও গ্রিনপিসের আশঙ্কা, জলের সঙ্গে মিশে থাকা গ্যাসের জেরে মাছের নিঃশ্বাসের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, গ্যাস থেকে জলের উপর আচমকা আগুনও লেগে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে জাহাজ চলাচল।

29th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ