বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ডার্টের আঘাতে গতিপথ বদল গ্রহাণুর
নাসার সাফল্যে নয়া যুগের শুরু

কেপ কানাভেরাল (আমেরিকা): ১০ মাসের গবেষণায় সাফল্য। পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুকে নিমেষে তার কক্ষপথ থেকে সরিয়ে দিল নাসার ‘ডার্ট’। ধেয়ে আসা গ্রহাণুর বিপদ থেকে পৃথিবীকে রক্ষার পরীক্ষা সফল হওয়ার পর নাসার দপ্তরে খুশির হাওয়া । এই ঘটনায় মহাকাশ বিজ্ঞানে সূচনা হল নতুন যুগের। প্রথম চেষ্টাতেই এ ব্যাপারে সফল হয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। মঙ্গলবার ভোরে এই অভিযান সম্পন্ন হয়।
পৃথিবীতে গ্রহাণুর আঘাতেই লুপ্ত হয়েছিল ডাইনোসর। তেমনই কোনও গ্রহাণু ধেয়ে এলে ধ্বংস হতে পারে প্রাণিজগৎ। এ ধরনের যে কোনও বিপদ পৃথিবীকে বাঁচাতে নাসা হাতে নেয় ডার্ট মিশন। পোশাকি নাম, ‘ডবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট’ (ডার্ট)। তার আওতায় গত বছরের ২৪ নভেম্বর ক্যালিফোর্নিয়া থেকে এই বিশেষ ‘আত্মঘাতী’ অভিযানের জন্য ডার্ট স্পেসক্রাফ্টকে মহাকাশে পাঠানো হয়। এদিন সফল অভিযানের পর বিবৃতি দিয়ে নাসা জানায়, মহাকাশ বিজ্ঞানে নতুন যুগের সূচনা হল। পৃথিবীর কক্ষপথে গ্রহাণু আছড়ে পড়ার বিপদ থেকে আমরা নিজেদের রক্ষা করার যোগ্যতা অর্জন করলাম। মহাকাশে এমন গ্রহাণু পৃথিবীর  খুব কাছ দিয়ে প্রায়ই ভেসে যায়।  এমনই  একটি গ্রহাণু ডিডাইমস । তার ব্যাস আড়াই হাজার ফুট। এর গায়েই  ‘বুল আই’ নামে একটি পাথরও। তার নাম ডাইমরফস। তার আয়তন প্রায় ৫৩০ ফুট। মিশরের বৃহদাকার পিরামিডের সঙ্গে তার তুলনা চলে। সবমিলিয়ে গ্রহাণুর আয়তন একটি ফুটবল মাঠের সমান। এই গ্রহাণু থেকে অবশ্য পৃথিবীর কোনও বিপদের ভয় ছিল না। শুধুমাত্র ভবিষ্যতে এরকম কোনও বিপদ মোকাবিলায় জন্য পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হল ডার্টের।  ডার্ট আছড়ে পড়ার সময় পৃথিবী থেকে ৭০ লক্ষ মাইল দূরে অবস্থান ছিল গ্রহাণুটির। ঘণ্টায় সাড়ে ২২ হাজার কিমি গতিতে থাকা যানটি তার উপর আছড়ে পড়ে। ডার্ট আছড়ে পড়ার আগের মুহূর্তে ডাইমরফসের যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, আকৃতিতে গ্রহাণুটি ডিম্বাকৃতি। প্রসঙ্গত, ডাইমরফস এবং ডিডাইমস প্রতি চার বছর অন্তর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আপাতত তাদের নিয়ে কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ডার্ট আছড়ে পড়ার পর ডাইমরফস তুলনামূলক ছোট কক্ষপথে গিয়ে পড়েছে।

28th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ