বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

শিখ শিক্ষিকাকে জোর করে ধর্মান্তরকরণ
পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি: খাইবার পাখতুনওয়ায় শিখ শিক্ষিকাকে অপহরণ এবং জোর করে ধর্মান্তরকরণের তীব্র নিন্দা করল ভারত। এই ঘটনা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা জানিয়েছেন। গত ২০ আগস্ট খাইবার পাখতুনওয়ার বুনের জেলা থেকে অপহরণ করা হয় ওই শিক্ষিকাকে। ধর্মান্তরকরণের পরে অপহরণকারীকেই বিয়ে করতে বাধ্য করা হয় তাঁকে। ২২ আগস্ট জয়শঙ্করকে এই ঘটনা নিয়ে চিঠি লেখেন জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রধান ইকবাল সিং লালপুরা। এই ধরনের ঘটনার পুণরাবৃত্তি ঠেকাতে পাকিস্তান যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়, তা নিশ্চিত করার আর্জি জানিয়ে বিদেশমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। জবাবে লালপুরাকে জয়শঙ্কর জানিয়েছেন, নিন্দাজনক এই ঘটনা সামনে আসার পরেই কূটনৈতিক চ্যানেলে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাকিস্তান এই নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করছে ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় স্থানগুলির নিরাপত্তার ব্যবস্থা করতেও ইসলামাবাদকে বলেছে নয়াদিল্লি।’

28th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ