বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ক্ষুধার জ্বালা ৪ সেকেন্ডে প্রাণ কাড়ছে একজনের

নিউ ইয়র্ক: ক্ষুধার আগুনে পুড়ছে সারা বিশ্ব। খেতে না পেয়ে প্রতি চার সেকেন্ডে মারা যাচ্ছে একজন। মঙ্গলবার ২০০ অ-সরকারি সংস্থা (এনজিও) একযোগে এমনই ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিশ্বজুড়ে অনাহারের এই ঊর্ধ্বমুখী সঙ্কটে লাগাম টানতে আন্তর্জাতিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা আর্জি জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনের জন্য সমবেত বিশ্ব নেতাদের কাছে ৭৫ দেশের ২৩৮টি এনজিও একটি খোলা চিঠিও দিয়েছে। অক্সফ্যাম, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলি ক্ষুধার আকাশচুম্বী মাত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাগুলি এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমানে অনাহারের মুখে রয়েছে প্রায় ৩৪.৫ কোটি মানুষ। ২০১৯ সাল থেকে এই সংখ্যা এখন দ্বিগুণেরও বেশি বেড়েছে।এটা খুবই বিস্ময়কর। তারা বলেছে, বিশ্ব নেতারা চলতি শতাব্দীতে দুর্ভিক্ষ হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারপরও সোমালিয়ায় দুর্ভিক্ষ অনিবার্য হয়ে উঠেছে। ৪৫ দেশের প্রায় ৫ কোটি মানুষ অনাহারের মুখে।’ 
পেটে খিদে নিয়ে প্রতিদিন প্রায় ১৯ হাজার ৭০০ জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে এনজিওগুলি। অর্থাৎ, প্রতি চার সেকেন্ডে মৃত্যু হচ্ছে একজন ক্ষুধার্ত মানুষের। চিঠিতে অন্যতম স্বাক্ষরকারী ইয়েমেন ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মোহান্না আহমেদ আলি এলজাবেলি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘কৃষিতে এত আধুনিক সব প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ফসল কাটার ক্ষেত্রেও তাই। তারপরও একবিংশ শতকেও আমরা দুর্ভিক্ষের কথা বলছি। দুর্গতদের মুখে অবিলম্বে জীবনরক্ষাকারী খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে আর এক মুহূর্তও অপেক্ষা করা যায় না।’

21st     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ