বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

হিন্দুদের পাশে থাকার বার্তা হাসিনার

ঢাকা: ‘সংখ্যলঘু নয়, আপনারা বাংলাদেশের নাগরিক।’  এভাবেই হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে হাসিনা জানান, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই, দেশের সমস্ত মানুষ সমানাধিকার নিয়ে বাঁচুন। বাংলাদেশের মাটিতে আমার যতটুকু অধিকার, আপনাদের অধিকারও ঠিক ততটাই।’  হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আপনারা এই দেশে জন্মগ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। সুতরাং কখনও কোনও ধরনের হীনম্মন্যতায় ভুগবেন না।’ পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে অনেক বেশি সংখ্যায় দুর্গাপুজো হয় বলে জানিয়েছেন হাসিনা। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশে কখনও কোনও ঘটনা ঘটলেই দেশে হিন্দুদের কোনও অধিকার নেই বলে প্রচার শুরু হয়। অথচ সরকারের গৃহীত পদক্ষেপ কখনই আলোচিত হয় না। সরকার সব সম্প্রদায়কে সমান নজরে দেখে।

20th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ