বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মায়ানমারের গ্রামে
ভাইবোনের দেহ উদ্ধার
কাঠগড়ায় জুন্টা সরকার

চাম্পাই: মায়ানমারে অশান্তি অব্যাহত। ক্ষমতা দখলকারী জুন্টা প্রশাসনের সঙ্গে স্থানীয় প্রতিরোধ বাহিনীর সংঘর্ষ চলছে নানা প্রান্তে। বিশেষ করে তার প্রভাব পড়েছে ভারত সীমান্তে। অপহরণের দিন কয়েক পর এক কিশোরী ও তার ভাইয়ের পচাগলা দেহ উদ্ধার হল সীমান্তবর্তী মায়ানমারের গ্রামে। অভিযোগের তির মায়ানমারের জুন্টা প্রশাসনের দিকে। মঙ্গলবার দেহ দু’টি উদ্ধার হয় ভারত সংলগ্ন মায়ানমারের হাইমুয়াল গ্রামে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম লালনুনপুই (১৭) ও তার ভাই লালরুয়াতমাউইয়া (১৫)। ১৪ আগস্ট এই দু’জনকে ‘গ্রেপ্তার’ করেছিল জুন্টা প্রশাসন। সেদিনই মায়ানমার ট্রুপার ও স্থানীয় প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুই ভাইবোনের বাবা লালজিডিঙ্গা পিপল ডিফেন্স ফোর্সের (পিডিএফ) কমান্ডার। ভারত-মায়ানমার সীমান্তের মিজোরামের চাম্পাই জেলার জোখাওথার থেকে কয়েক কিলোমিটার দূরে মায়ানমারের হাইমুয়াল গ্রাম। সেখানেই দিন কয়েক আগে সেনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পিডিএফ। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, জুন্টার সেনারা ওই গ্রামের উপর হামলা চালায়। অন্তত ১৬টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিরোধ গড়ে তোলে পিডিএফ। সংঘর্ষ শেষে দুই ভাইবোনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। জানা যায়, সেনা তাদের ধরে নিয়ে গিয়েছে। স্থানীয় প্রতিরোধ বাহিনী গোটা এলাকায় তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত মঙ্গলবার একটি জঙ্গল থেকে মাটি খুঁড়ে দেহ দু’টি উদ্ধার করা হয়। যার ফলে স্থানীয়দের মধ্যে প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সেনার সঙ্গে সংঘর্ষের পর বেশ কিছু বাসিন্দা মায়ানমার ছেড়ে ভারতে পালিয়ে এসেছেন। তাঁরা মিজোরামের জোখাওথার গ্রামে আশ্রয় চেয়েছেন। কারণ মিজোরামের ছ’টি জেলা ঘেষাঁ ৫১০ কিলোমিটার সীমান্তে রয়েছে মায়ানমারের। এখানকার অধিকাংশ বাসিন্দাদের সঙ্গে জাতিগত সাদৃশ্য রয়েছে মিজো সম্প্রদায়ের। তাঁদের অনেকেই আশ্রয় শিবিরে রয়েছেন। আবার অনেকেই প্রাণ বাঁচাতে আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছেন।

20th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ