বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

১০ সন্তানের জন্ম দিলে আর্থিক সাহায্য
জনসংখ্যা বাড়াতে প্রস্তাব পুতিনের

মস্কো: করোনা মহামারীর রেশ কাটতে না কাটতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ। একের পর এক ঘটনায় জনসংখ্যা হ্রাসজনিত সঙ্কটে পড়েছে রাশিয়া। পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ১০ বা তার বেশি সন্তানের জন্ম দিলে মহিলাদের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন পুতিন। অন্তত ১০ সন্তান প্রসব ও তাদের বাঁচিয়ে রাখলে এককালীন ১৩,৫০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা) পাবেন মহিলারা। রাশিয়ায় জনসংখ্যা উদ্বেগজনকভাবে কমছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, সেজন্য ‘মাদার হিরোইন’ নামে নতুন এই পুরস্কার প্রকল্প ঘোষণা করেছেন পুতিন। রুশ রাজনীতি ও নিরাপত্তা সম্পর্কে ওয়াকিবহাল ডঃ জেনি ম্যাদার্স বলেছেন, এই উদ্যোগ পুতিনের একটা মরিয়া চেষ্টা। রাশিয়াজুড়ে করোনার দাপট অব্যাহত। চলতি বছরের মার্চের পর থেকে সেখানে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সেইসঙ্গে ইউক্রেনের রণাঙ্গনেও রুশ সেনার প্রাণহানি বাড়ছে। আনুমানিক হিসেবে মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার। ম্যাদার্স জানিয়েছেন, পুতিন এখন বলছেন, যাঁদের পরিবার বড়, তাঁরা বেশি দেশপ্রেমিক। সম্প্রচারক হেনরি বনসু বলেছেন, পরিস্থিতির চাপে সোভিয়েত জমানার এই প্রকল্প ফিরিয়ে এনেছেন রুশ প্রেসিডেন্ট। 

20th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ