বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

স্বাধীনতা দিবস উদ্‌যাপনে
ব্রিটেনে আইএনএস তরঙ্গিণী

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: স্বাধীনতার ৭৫ বছরে নিজের একটি পুরনো ছবি টুইট করে ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত এপ্রিল মাসে ভারত সফরে গিয়েছিলেন তিনি। গুজরাতের সবরমতী আশ্রমে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন। সেই ছবি পোস্ট করে জনসন লেখেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ভারতবাসীকে অভিনন্দন। গুজরাত ও দিল্লি সফরে নিজেকে দুই দেশের মধ্যে জীবন্ত সেতু মনে হচ্ছিল। শক্তিশালী এই বন্ধন আগামী ৭৫ বছরে আরও শক্তিশালী হবে।’
দেশের সঙ্গে বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। ব্যতিক্রম ছিল না ব্রিটেন। সোমবার সকালে ইন্ডিয়া হাউসে পতাকা তোলা হয়। তারপর সন্ধ্যায় ক্যানারি ওয়ার্ফ সংলগ্ন ওয়েস্ট ইন্ডিয়া ডকস-এ অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। ভারতীয় বংশোদ্ভূত বহু নাগরিক সেখানে উপস্থিত ছিলেন। তবে, অনুষ্ঠানে অতিরিক্ত উন্মাদনা যোগ করে ভারতীয় নৌবাহিনীর আইএনএস তরঙ্গিণীর আগমন। এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ধারা বজায় রেখে পশ্চিম লন্ডনের একটি বাড়িতেও তেরঙ্গা উত্তোলন হয়। ১৮৮৪-’৮৭ সময়ে সেখানে থাকতেন ভারতের আধ্যাত্মিক নেতা তথা দার্শনিক ঋষি অরবিন্দ। প্রসঙ্গত, এবছর শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছিল ওয়েস্ট ইন্ডিয়া ডকস। জলে ভেসে বেড়াচ্ছে আইএনএস তরঙ্গিণী। তার মাথায় উড়ছে তেরঙ্গা। পিছনে দেখা যাচ্ছে টেমস নদী ও ক্যানারি ওয়ার্ফ। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন ভারতীয় হাই কমিশনের নাভাল উপদেষ্টা অনিল জাগ্গি। আর বক্তব্য রাখতে গিয়ে কার্যনির্বাহী হাই কমিশনার সুজিত ঘোষ ভারতের ৭৫ বছরের গৌরবগাথা তুলে ধরেন। তাঁর কথায়, ‘স্বাধীনতা দিবস উদ্‌যাপনে আইএনএস তরঙ্গিণীতে পেয়ে আমরা আপ্লুত। ভারতের এই ৭৫ বছরের পথচলা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতের আর্থিক বৃদ্ধির গতি অত্যন্ত দ্রুত। এই অগ্রগতির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অউর সবকা প্রয়াস।’ ১৩০ কোটির এই গণতন্ত্র শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, দারিদ্র্য দূরীকরণ ও নিকাশি ক্ষেত্রে বড় অবদান রেখেছে। আমরা একদিকে যেমন তরুণ দেশ, তেমনই অন্যদিকে আমাদের সভ্যতা প্রাচীন। আর ভিত্তি পূর্বপুরুষের মূল্যবোধ ও জ্ঞান।
অন্যদিকে, এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ব্রিটেনের লেফটেন্যান্ট জেনারেল চার্লি স্টিকল্যান্ড সিবি ওবিই বলেন, আমাদের দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত, শক্তিশালী, বহুমুখী এবং জাতীয় স্তরে সহযোগিতার উপর দাঁড়িয়ে রয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আমরা প্রাধান্য দিই কারণ, বিশ্বের স্বার্থ এবং দায়িত্ব-কর্তব্যকে ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে ভারতের প্রধানমন্ত্রীর দর্শন উপলব্ধি করলেই বুঝতে পারবেন, কেন দুই অর্থনৈতিক শক্তিধর দেশ পরস্পরকে সহযোগিতা করছে।
আর সমাপ্তি ভাষণে আইএনএস তরঙ্গিণী কমান্ডিং অফিসার কমান্ডার প্রবীণ কুমার বলেন, জলসীমায় সচেতনতা বৃদ্ধিতে কাঁচামাল সরবরাহ, তথ্য আদানপ্রদান নিয়ে প্রশিক্ষণের জন্য ব্রিটেনের সঙ্গে আমরা চুক্তির কথা ভাবছি। দু’দেশের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। আগামী দিনে প্রতিরক্ষা মন্ত্রক পর্যায়ে বৈঠক হবে। সবটাই হবে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি মেনে। প্রযুক্তি, শিল্প, ক্ষেপণাস্ত্র, আকাশ পথে প্রতিরক্ষা, আধুনিক যুদ্ধবিমান ও কপ্টার, শিক্ষা ও সামরিক প্রশিক্ষণে দু’দেশের আরও অনেক কিছু করার রয়েছে।  
 পূর্ব লন্ডনে আইএনএস তরঙ্গিণী।

18th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ