বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

সুস্থ রয়েছেন লেখক সলমন রুশদি,
বের করা হল ভেন্টিলেশন থেকে

নিউ ইয়র্ক, ১৪ আগষ্ট: আপাতত কিছুটা সুস্থ রয়েছেন লেখক সলমন রুশদি। তাঁর এজেন্ট জানিয়েছেন আপাতত সুস্থ রয়েছেন বুকার জয়ী লেখক। ভারতীয় বংশোদ্ভূত লেখককে বের করা হয়েছে ভেন্টিলেশন থেকে। অল্প বিস্তর কথা বলছেন তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। তবে ঠিক কতটা সুস্থ রয়েছেন লেখক? তা বিস্তারিত জানাননি তাঁর এজেন্ট। গত শনিবার সকালেই লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি ইমেল বার্তায় লিখেছেন, ‘খবর ভালো নয়। সম্ভবত একটি চোখ হারাতে হবে সলমনকে। হাতের স্নায়ু ছিঁড়ে গিয়েছে। ছুরি বিঁধে তাঁর লিভার ক্ষতিগ্রস্ত।’ তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু রাতের দিকে সলমনের শারীরিক অবস্থার উন্নতি ঘটে। আপাতত কথা বলছেন লেখক। অপরদিকে রুশদির হামলাকারীকে শনাক্ত করতে পেয়েছে নিউ ইয়র্ক স্টেট পুলিস। অফিসাররা জানান, হামলাকারীর নাম হাদি মাতার। বয়স ২৪ বছর। নিউ জার্সির বাসিন্দা। তবে, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। গত শুক্রবার নিউ ইয়র্কের কাছে চউটাউকা ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে বক্তব্য শুরু করার ঠিক আগে মঞ্চে উঠে রুশদির উপর হামলা চালায় মাতার। ছুরিকাহত হন বিখ্যাত এই সাহিত্যিক। ছুরির ১০-১৫ বার আঘাতে ফিনকি দিয়ে রক্ত বেরতে শুরু করে লেখকের। সেই সময় দর্শকাসনে প্রায় আড়াই হাজার মানুষ ছিলেন। হামলাকারী মাতারকে গ্রেপ্তার করা হয়। দর্শকাসনে থাকা এক ডাক্তার রুশদির প্রাথমিক চিকিৎসা করেন। এরপর তাঁকে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দ্রুত অস্ত্রোপচার হয় ৭৫ বছর বয়সি লেখকের। এই হামলার তীব্র নিন্দা করেছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনাক। এদিকে সলমন রুশদির উপর হামলার তীব্র নিন্দা করায় খুনের হুমকি পেলেন জে কে রাউলিং। হ্যারি পটারের স্রষ্টা টুইটে রুশদির সুস্থতা কামনা করে হামলাকারীর তীব্র নিন্দা করেন। পাল্টা টুইটেই রাউলিংকে খুনের হুমকি দিয়ে এক ব্যক্তি জানিয়েছেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’

14th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ