বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভেন্টিলেটরে রুশদি, হারাতে
পারেন একটি চোখও
আততায়ীকে চিহ্নিত করল পুলিস

নিউইয়র্ক, ১৩ আগস্ট: বক্তৃতা দিতে গিয়ে ছুরিকাহত সলমন রুশদির শারীরিক অবস্থা খুবই গুরুতর। সূত্রের খবর, বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন বুকার জয়ী লেখক। আততায়ীর ছুরির আঘাতে তাঁর ঘাড় ও গলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মঞ্চের ওপর প্রায় ১৫ বার আঘাত করা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। এই আঘাতের কারণে লেখক তাঁর একটি চোখও হারাতে পারেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। গতকাল, পশ্চিম নিউইয়র্কের একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে আক্রান্ত হন দি সাটানিক ভার্সের স্রষ্টা সলমন রুশদি। ইতিমধ্যেই ধৃত আততায়ীকে চিহ্নিত করেছে নিউইয়র্ক পুলিস ডিপার্টমেন্ট। জানা গিয়েছে, ধৃতের নাম হাদি মাতার। ২৪ বছরের এই যুবকই গতকাল লেখকের ওপর আক্রমণ করে। কী কারণে সে এই কাণ্ড ঘটিয়েছে যদিও তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে আজ থেকে ৩১ বছর আগে, আশির দশকে দি সাটানিক ভার্স বইটি লেখার জন্য অজস্র হুমকির সম্মুখিন হন রুশদি। তৎকালীন ইরানের সর্ব্বোচ্চ নেতা আয়াতুল্লা খোমেইনি লেখকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। এমনকি রুশদিকে যে হত্যা করতে পারবে তাকে ৩ মিলিয়ন মার্কিন ডলারের পুরষ্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়। এরপর প্রায় ৯ বছর লুকিয়ে থাকতে বাধ্য হন লেখক। অন্যদিকে, রুশদির ওপর এই কাপুরুষোচিত আক্রমণের নিন্দা করেছেন বিশ্বের তামাম সাহিত্যিক, রাজনৈতিক ও শিল্প মহল। রুশদির দ্রুত আরোগ্য কামনা করেছেন ব্রিটেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর সুস্থতার জন্য টুইট করেছেন ইংরেজি ভাষার আরেক বিখ্যাত সাহিত্যিক স্টিফেন কিং।  রুশদির ওপর আক্রমণের নিন্দা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, ভারতীয় গীতিকার জাভেদ আখতার।

13th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ