বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মন্দার আশঙ্কা নেই, শীঘ্রই কমবে
মুদ্রাস্ফীতি, আশা মোদি সরকারের

নয়াদিল্লি: ভারতে মন্দার আশঙ্কা নেই। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল অর্থমন্ত্রক। এদিন এক আধিকারিক জানিয়েছেন, চলতি বছরে বিশ্বের অন্যতম দ্রুত বিকাশশীল অর্থনীতি হবে ভারত। প্রসঙ্গত, বুধবারই মার্কিন অর্থনৈতিক পর্যবেক্ষক সংস্থা মর্গান স্ট্যানলি জানিয়েছিল, চলতি অর্থবর্ষেই এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়ে উঠতে পারে ভারত। দেশের মধ্যেই ভোগ্যপণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার এবং যুব কর্মীবাহিনীর আধিক্যের কারণে এই সাফল্য আসবে। মার্কিন সংস্থাটির অভিমত, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের গড় আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ বজায় থাকবে। আর এশিয়ার অর্থনৈতিক বৃদ্ধির ২৮ শতাংশ এবং বিশ্ব অর্থনীতির ২২ শতাংশ অবদান হবে ভারতের। ২০২১ সালে ভারতের অর্থনীতির ৬.৬ শতাংশ রেকর্ড সঙ্কোচন হয়েছিল। মর্গান স্ট্যানলির মতে, ২০২২ সালে এখনও পর্যন্ত ভারতীয় অর্থনীতি ৯.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক আধিকারিক জানান, মূল্যবৃদ্ধি কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে এখন বেশ কতগুলি ফ্যাক্টর যথেষ্ট ইতিবাচক। উদাহরণ দিয়ে তিনি বলেন, অপরিশোধিত তেলের বাজার দর ব্যারেল পিছু ১১০ ডলার থেকে কমে ৯৫-৯৬ ডলারে চলে এসেছে। দেশে বর্ষাও খারাপ হচ্ছে না। ভোজ্য তেল ও সারের দাম কমছে। সবমিলিয়ে মুদ্রাস্ফীতি এখনও ছয় শতাংশের বেশি থাকলেও, তা অচিরেই চার শতাংশের নীচে নামবে। টাকার দরের পতন নিয়েও চিন্তার কিছু নেই। অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক এ বিষয়টি নজরে রেখেছে। 
মর্গান স্ট্যানলির অর্থনীতিবিদরা জানাচ্ছেন, আর্থিক শক্তিধর হয়ে ওঠার পিছনে অপেক্ষাকৃত কম কর্পোরেট ট্যাক্স, উৎপাদন ভিত্তিক নানা উদ্যোগ (পিএলআই) প্রকল্প ভারতকে এখন কিছুটা সুবিধাজনক অবস্থায় রেখেছে। 

12th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ