বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

বালুচিস্তানে দীর্ঘদিন নির্বিচারে
গণহত্যা চালাচ্ছে পাকিস্তান
ডসিয়ারে ছবি

নয়াদিল্লি: বিগত কয়েক দশক ধরেই পাকিস্তানের কব্জা থেকে মুক্তির দাবিতে সরব বালুচিস্তানের মানুষ। তাদের বিদ্রোহ দমনে অমানবিক নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স) ও নিরাপত্তা বাহিনী। খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে গণহত্যা চালিয়ে যাচ্ছে তারা। শুধুমাত্র ২০২১ সালেই ৩০০-এরও বেশি বালুচকে খুন করা হয়েছে। বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন ভাঙতে পাকিস্তানের এই নৃশংস দমনপীড়নের বেশ কিছু নথি সামনে এসেছে। পাকিস্তান কীভাবে পরিকল্পনামাফিক বালুচ জাতীয়বাদীদের নির্মূল করছে, তাদের নারকীয় নিগ্রহের প্রচুর ছবি ওই ডসিয়েরে দেখা গিয়েছে। এই ছবিগুলি থেকে স্পষ্ট যে, শুধুমাত্র সংখ্যালঘুরাই নয়, পাকিস্তানে চরম বিপদের মুখে বালুচ জাতীয়তাবাদীরাও। ওই ডসিয়ের অনুসারে, অধিকার রক্ষার দাবিতে যাঁরাই লড়াই করছেন, তাঁদের তুলে এনে নির্যাতন ও খুনের কৌশল নিয়ে চলেছে পাকিস্তান। গত পাঁচ বছরে বালুচিস্তানে নিখোঁজ প্রায় ৪১ হাজার মহিলা। ২০২০ সালেই নিখোঁজ হন ২২ হাজার ৬০০ বালুচ। ২০২১ সালে নিহত হন ৩৬৬। চলতি বছর এখনও পর্যন্ত পাক নিরাপত্তা বাহিনী ৭৫ জন বালুচকে খুন করেছে। মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও শিক্ষকদের নিশানা করছে নিরাপত্তা বাহিনী। গত ১৭ মার্চ বালুচিস্তানের মানবাধিকার কাউন্সিল দাবি করেছিল যে, ২০২০ সালে ৪৮০ জনকে গুম করে দেওয়া হয়েছিল। হত্যা করা হয়েছিল ১৭৭ জনকে। ওই রিপোর্টে আরও বলা হয়েছিল, প্রায় ১৫ হাজার শিশুকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলেছে পাক নিরাপত্তা বাহিনী।

12th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ