বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

সিঙ্গাপুর থেকে এবার থাইল্যান্ডে গোতাবায়া

সিঙ্গাপুর: গণরোষে শ্রীলঙ্কা থেকে পালানোর পর এখনও স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছেন না গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার গদিচ্যুত প্রেসিডেন্ট আপাতত গেলেন থাইল্যান্ডে। আর্থিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কায় তীব্র গণ আন্দোলনে চাপে দেশ ছেড়ে গত ১৩ জুলাই মালদ্বীপে পৌঁছন গোতাবায়া। সেখান থেকেই প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে চলে এসেছিলেন সিঙ্গাপুরে। কিন্তু সিঙ্গাপুরে সংক্ষিপ্ত সময়ের ভিজিট পাসের মেয়াদ বৃহস্পতিবারই ফুরিয়েছে। সেজন্য এদিনই সিঙ্গাপুর থেকে ব্যাংককে যাওয়ার উড়ান ধরেন গোতাবায়া। সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি একথা জানিয়েছে। 
এর আগে গোতায়ায়ার সফরের অনুমতি চেয়ে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছিল থাইল্যান্ড। বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চ্যান-ও-চা মানবিকতার খাতিরে ৭০ বছরের শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টকে নিজের দেশে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার কথা জানান। থাই প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখান থেকে কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপ না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন গোতাবায়া।’ এখান থেকেই অন্য কোনও দেশে স্থায়ী আশ্রয়ের খোঁজ চালাবেন তিনি। থাইল্যান্ডের বিদেশমন্ত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কার অপসারিত প্রেসিডেন্ট তাঁদের দেশে তিন মাস থাকতে পারবেন। কারণ তাঁর এখনও কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। তবে, থাই সরকার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টের থাকার জায়গার বন্দোবস্ত করবে না।

12th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ