বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

হোয়াইট হাউসের নথি শৌচাগারে
ফ্লাশ করে দিতেন ডোনাল্ড ট্রাম্প
চাঞ্চল্যকর অভিযোগ

ওয়াশিংটন: হোয়াইট হাউস থেকে গোপন নথি সরানোর অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে চল্লাশি চালিয়েছে এফবিআই। এরইমধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে থাকার সময় ট্রাম্প গুরুত্বপূর্ণ নথিপত্র শৌচাগারে ভাসিয়ে দিতেন। এমনই দাবি করেছেন মার্কিন সাংবাদিক ম্যাগি হাবেরম্যান। বহু গুরুত্বপূর্ণ নথি এভাবে বাথরুমে ফ্লাশ করার চেষ্টা তিনি করেছিলেন বলে তাঁর অভিযোগ। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু ছবি প্রকাশিত হয়েছে। ওই ছবিগুলিতে দুটি নথি দেখানো হয়েছে, যা ট্রাম্পের হাতের লেখা বলে দাবি। ওই নথিগুলি শৌচাগারে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ট্রাম্প। তাঁর পাল্টা দাবি, ২০২৪ সালের রাষ্ট্রপতির নির্বাচনী লড়াই থেকে দূরে রাখতেই এই ধরনের ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। সাজানো অভিযোগ করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই হ্যাবারম্যান জানিয়েছিলেন, ‘হোয়াইট হাউসের কর্মীরা প্রায়ই দেখতেন যে বাথরুমে জল জমে গিয়েছে। মেরামতের জন্য আসা লোকজন পাইপলাইন থেকে বিভিন্ন রকমের ছাপানো কাগজ উদ্ধার করতেন।’ একই সময়ে ট্রাম্প ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছিলেন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের নথিপত্র ছিঁড়ে ফেলার অভ্যাস রয়েছে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সব সরকারি নথি ন্যাশনাল আর্কাইভে রাখতে হয়। অভিযোগ, ট্রাম্প এই নিয়ম মানেননি। রিপোর্টে একথাও বলা হয়েছে যে প্রেসিডেন্টের বিমানে থাকাকালীন বন্ধু নেতাদেরও নথি ছিঁড়ে ফেলতে বলতেন ট্রাম্প। 

11th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ