বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

জঙ্গিদের উপর নিষেধাজ্ঞা নিয়ে
চীনের দ্বিচারিতার নিন্দা ভারতের

নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে কুখ্যাত জঙ্গিদের কালো তালিকাভুক্ত করার একাধিক প্রস্তাব স্থগিত রাখা মোটেই সুখকর নয়। এর জন্য নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ব্যবস্থার কাজ তলানিতে গিয়ে ঠেকেছে। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এভাবেই নাম না করে বেজিংকে একহাত নিল নয়াদিল্লি। এদিন পরিষদের তরফে ‘জঙ্গি কার্যকলাপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী’ শীর্ষক একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের পৌরোহিত্যের দায়িত্বে ছিল রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য চীন। সেখানেই নাম না করে পড়শি দেশের দ্বিচারিতার কড়া নিন্দা করলেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তাঁর কথায়, ‘কার্যকারিতা বৃদ্ধির জন্য নিষেধাজ্ঞা বিষয়ক কমিটিগুলির আরও বেশি স্বচ্ছতা ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন। কোনও নির্দিষ্ট কারণ ছাড়া নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ (ভেটো) দেওয়ার প্রক্রিয়াটি বন্ধ করা উচিত।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও বিশ্বের কুখ্যাত জঙ্গিদের কালো তালিকাভুক্ত করার প্রস্তাব আটকে রয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমি আশা করব, বিশ্বের জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্য দেশ একযোগে কাজ করবে।’ 
চলতি বছরের জুন মাসে কুখ্যাত জঙ্গি আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার যৌথ প্রস্তাব পেশ করেছিল ভারত ও আমেরিকা। এরপরই সেটিকে স্থগিত রাখার পক্ষে ভেটো দেয় চীন। আটকে যায় প্রক্রিয়া। প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার মূল চক্রী লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক মাক্কি। পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার একাধিক গুরুত্বপূর্ণ পদেও থেকেছে সে। তবে এই প্রথম নয়। এর আগেও পাকিস্তানের মিত্র হিসেবে চীন জঙ্গিদের উপর নিষেধাজ্ঞা চাপানোর ক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়িয়েছে।

11th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ