বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ফ্লোরিডার রিসর্টে এফবিআইয়ের
তল্লাশি ‘নজিরবিহীন’,
মন্তব্য ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন (পিটিআই): প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার রিসর্টে তল্লাশি এফবিআইয়ের। সোমবার ট্রাম্প নিজেই এক বিবৃতিতে অভিযোগ করেছেন, পাম বিচের মার-এ-লাগো রিসর্টে বিনা নোটিসেই অভিযান চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।  জানা গিয়েছে, হোয়াইট হাউস থেকে গুরুত্বপূর্ণ নথি ট্রাম্প তাঁর ফ্লোরিডার বাড়িতে নিয়ে গিয়েছেন কি না, তা নিয়ে তদন্তের কাজেই এই তল্লাশি।
তল্লাশির সময় একটি সিন্দুক ভেঙে ফেলা হয়েছে বলে ট্রাম্পের অভিযোগ। ২০২৪ সালে ফের দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছেন ট্রাম্প। তাঁর ঘনিষ্ঠদের অভিযোগ, তাঁকে নির্বাচনী লড়াই থেকে দূরে রাখতেই এই তল্লাশি। ঘটনার সময় ট্রাম্প পাম বিচের রিসর্টে ছিলেন না। তিনি রয়েছেন নিউ ইয়র্ক সিটিতে। প্রশাসনের পদক্ষেপের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেছেন,‘ন্যক্কারজনকভাবে বিচার প্রক্রিয়াকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’ রিপাবলিকান নেতার আক্ষেপ, ‘আমি তদন্তে সহযোগিতা করতে সর্বদা রাজি। কিন্তু, দীর্ঘদিন সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে কাজ করার পরও না জানিয়ে এই ধরনের পদক্ষেপ একেবারেই অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক।’ তাঁর অভিযোগ, এই ধরনের ঘটনা সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলিতেই দেখা যায়। দুঃখের বিষয়, আমেরিকাও ক্রমশ তৃতীয় বিশ্বের দেশগুলির মতোই হয়ে যাচ্ছে। জাতির পক্ষে আজ এক কলঙ্কজনক দিন। আমেরিকায় এ ধরনের ঘটনা নজিরবিহীন’।  উল্লেখ্য, নিয়মানুযায়ী মার্কিন প্রেসিডেন্টদের সব সরকারি নথি, চিঠি আর ই-মেল ন্যাশনাল আর্কাইভস-এ সংরক্ষণ করতে হয়। অভিযোগ, ট্রাম্প এই নির্দেশ মানেননি। এমনকী, কিছু দরকারি চিঠি ছিঁড়ে ফেলার অভিযোগও মিলেছে। ন্যাশনাল আর্কাইভস অভিযোগ করেছে, পাম বিচের রিসর্ট থেকে ১৫ বাক্স কাগজ তারা ফেরত পেয়েছে। হোয়াইস হাউসের এই গুরত্বপূর্ণ তথ্যগুলি বাইরে যাওয়া মোটেই কাম্য নয়। 

10th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ