বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ট্রাম্পের বাড়িতে আচমকাই এফবিআই
হানা, তীব্র প্রতিবাদ প্রাক্তন রাষ্ট্রপতির

ওয়াশিংটন, ৯ আগষ্ট: আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বাড়িতে গোয়েন্দা হানা। আচমকাই রাতের অন্ধকারে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে দরজা ভেঙে ঢোকে এফবিআই। আজ, মঙ্গলবার সেই অভিযোগ করেন খোদ ট্রাম্প। তিনি জানিয়েছেন, তাঁর ফ্লোরিডার বাড়িতে যায় এফবিআইয়ের একটি বিশাল দল। বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে তল্লাশি চালায়। যদিও বাইডেন সরকারের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। ট্রাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমাজের দেশের কালো দিন এটা। ফ্লোরিডায় আমার সুন্দর বাড়িতে এফবিআইয়ের তরফে হানা দেওয়া হয়। আপাতত তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে বাড়িটি। এর আগে আমেরিকার কোনও প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে এমনটা করা হয়নি। এতদিন ধরে ওই সংস্থা গুলির সঙ্গে কাজ করেছি কিন্তু এইভাবে আগাম না জানিয়ে আমার বাড়িতে তল্লাশিকে ধিক্কার জানাই। সূত্রের খবর, হোয়াইট হাউস মনে করছে, ট্রাম্প রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পর বেশকিছু গুরুত্বপূর্ণ নথি নিজের সঙ্গে নিয়ে গিয়েছেন। তাই খোঁজ চালাচ্ছে এফবিআই। ট্রাম্প কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি ২০২৪ সালে বাইডেনের দলের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। ট্রাম্প এও জানিয়েছেন, এইধরনের ঘটনা শুধুমাত্র তৃতীয় বিশ্বের দেশেই দেখা যায়। হতাশ আমি, যে আমেরিকাতেও এই ঘটনা ঘটছে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন ট্রাম্প। এমনিতেই ২০২১ হোয়াইট হাউসে গুন্ডামির ঘটনায় তদন্ত চলছে ট্রাম্পের বিরুদ্ধে।

9th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ