বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৪

ওহায়ো, ৭ আগষ্ট: বন্দুক কেনায় একাধিক নিয়ম লাগু করেছে আমেকিরার পার্লামেন্ট। চলছে কড়া নজরদারি। কিন্তু তাতে থোড়াই কেয়ার। আইনের ফাঁক দিয়েই নিজেদের কার্যসিদ্ধি চালাচ্ছেন বন্দুকবাজেরা। আমেরিকায় দিনে দুপুরে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে চারজনের। আমেরিকার ওহাইয়োতে ঘটেছে ঘটনাটি। আমেরিকার ডেটনের উত্তরে ওহাইয়োর বাচলার শহরে এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। ওই শহরের পুলিস খোঁজ চালাচ্ছে আততায়ীর। গত শুক্রবার দুপুরে প্রকাশ্য দিবালোকেই বন্দুকবাজ হানা দিয়ে চারজনকে খুন করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ৫ ফুট ও ১১ ইঞ্চির এক যুবক গুলি চালিয়েছেন। ওই ব্যক্তির নাম স্টিফেন মার্লো। ওই যুবকটির বয়স ৩৯ বছর ও পরনে রয়েছে হলুদ টি-র্শাট। একটি সাদা ফোর্ড গাড়ি করে পালিয়ে বেড়াচ্ছেন বলে বিবৃতি দিয়ে জানিয়েছে পুলিস। ওহায়ো পুলিসের তরফে এফবিআই ও এটিএফকে সতর্ক করা হয়েছে। আশঙ্কা রয়েছে ওই পলাতক বন্দুকবাজ হয়ত আরও খুন করতে পারে। ব্যক্তিগত আক্রোশ নাকি মানসিক আস্থিরতা? ঠিক কী কারণে এই ঘটনা ঘটিয়েছে ওই বন্দুকবাজ সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিস। বিগত দুবছরে দিন দিন বাড়ছে বন্দুকবাজের হামলা। যার ফলে বেঘোরে প্রাণ হারাচ্ছেন আমেরিকার নাগরিকরা। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

7th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ