বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মূল্যবৃদ্ধির ধাক্কা স্টেট ব্যাঙ্কের মুনাফাতেও
চিন্তায় মধ্যবিত্ত 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও কি এবার মূল্যবৃদ্ধির ধাক্কা? শনিবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ত্রৈমাসিক রিপোর্ট সামনে আসার পর এমনই চর্চা বিভিন্ন মহলে। কারণ, চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে তাদের মুনাফার পরিমাণ উদ্বেগজনকভাবে কমে গিয়েছে। অঙ্কটা প্রায় ৫০০ কোটি টাকা। গত আর্থিক বছরের এই সময়সীমায় অর্থাৎ এপ্রিল থেকে জুনে সাড়ে ৬ হাজার কোটি টাকা নিট মুনাফা হয়েছিল। এবার, ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সেই অঙ্ক কমে হয়েছে ৬ হাজার ৬৮ কোটি টাকা। এভাবে এক ধাক্কায় ৬.৭ শতাংশ মুনাফা কমে যাওয়া স্বাভাবিক অর্থনীতির লক্ষণ নয়। অর্থনৈতিক মহল বিস্মিত। চিন্তিত মোদি সরকার। সেই উদ্বেগের ছায়া এসে লাগছে মধ্যবিত্তের ভাবনাতেও। কারণ, স্টেট ব্যাঙ্কের মতো বৃহত্তম এক সরকারি ব্যাঙ্কের মুনাফা যদি কমতে থাকে, তাহলে অর্থনীতির মন্দার আরও দীর্ঘমেয়াদী প্রভাবের আশঙ্কা তীব্র।
আর্থিক সংস্থাগুলির পূর্বাভাস ছিল, স্টেট ব্যাঙ্ক প্রথম ত্রৈমাসিকে অন্তত সাড়ে ৮ হাজার কোটি টাকা মুনাফা করবে। বর্তমানে অর্থনীতির গতি স্বাভাবিক বলে ঘোষণা করেছে মোদি সরকার। কিন্তু ঘটনাচক্রে ঠিক গত তিন মাস ধরেই বাড়ানো হচ্ছে রেপো রেট। গৃহঋণ, গাড়িক্রয় কিংবা শিল্পবাবদ নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হার লাগাতার তিনবার বেড়েছে। আমজনতার কাছে এটা চরম পীড়াদায়ক হলেও ব্যাঙ্কগুলির আয়বৃদ্ধির সহায়ক। তা সত্ত্বেও স্টেট ব্যাঙ্কের মুনাফা বাড়ানো সম্ভব হয়নি। উল্টে কমে গিয়েছে। অর্থাৎ রেপো রেট না বাড়লে এই মুনাফার অঙ্ক আরও অনেক কমে যেত। সুদ বাবদ আয় বেড়েছে স্টেট ব্যাঙ্কের। কিন্তু যে হারে তা বাড়ার কথা, সেটা হয়নি। কারণটা স্বাভাবিক, সুদের হার বেশি হওয়ায় নতুন করে ব্যাঙ্কঋণের প্রবণতা কমছে। শুধু তাই নয়, সুদ বাদে অন্যান্য আয়ও কমে গিয়েছে বলে দাবি প্রথম ত্রৈমাসিকের রিপোর্টে। 
মূল্যবৃদ্ধির আঁচে বাড়ি, গাড়ির উপর সুদের হার বাড়ানো হয়েছে বিগত তিনমাসে। ফলে ইএমআই মেটাতে গিয়ে বেড়েছে আম জনতার আর্থিক বোঝা। আবার ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বহু বছর ধরেই কম। অর্থাৎ সাধারণ মানুষ নিজেদের জমা টাকার উপর সুদ বাবদ খুব বেশি লাভ পাচ্ছে না। সেই কারণে ডিপোজিটের হারও কমেছে। রেপো রেট বেড়ে চলায় সবথেকে ধাক্কা লেগেছে ঋণ গ্রহণের ক্ষেত্রে। প্রধানত শিল্পমহলেই এই প্রবণতা কমেছে, যা সরাসরি ধাক্কা দিয়েছে আয়ে।
এদিকে, প্রথম তিন মাসে কম মুনাফা হওয়ায় আগামী তিনটি ত্রৈমাসিক ঘিরে ব্যাঙ্কের উদ্বেগ বাড়ছে। কারণ, কোভিডকালের প্রতিবন্ধকতা কাটিয়ে বিগত ৬ মাস ধরেই আর্থিক লেনদেন, বাণিজ্য কিংবা শিল্পোৎপাদন হার—সবই বেড়ে চলেছে। চলতি আর্থিক বছরে লাগাতার ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকার উপরে থেকেছে জিএসটি আদায়। তারপরও অর্থমন্ত্রকের উদ্বেগের কারণ, ব্যাঙ্ক সংযুক্তিকরণের পরিকল্পনা। স্টেট ব্যাঙ্কের সঙ্গে আরও কিছু ব্যাঙ্ককে সংযুক্ত করার কথা ভাবা হয়েছে। বর্তমানে মোট ১২টি সরকারি ব্যাঙ্ক রয়েছে। তিনটি তালিকাভুক্ত  হয়েছে বেসরকারিকরণের জন্য। বাকিগুলির আর্থিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে সংযুক্তি অথবা বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে উদ্বিগ্ন মধ্যবিত্ত।

7th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ