বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

টিভি বিতর্কে টেক্কা ট্রসকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী
পদের দৌড়ে ফের এগিয়ে গেলেন সুনাক

লন্ডন: ১০ ডাউনিং স্ট্রিটের লড়াইয়ে দুরন্ত কামব্যাক ঋষি সুনাকের। টেলিভিশন বিতর্কে ফের পিছনে ফেললেন প্রতিদ্বন্দ্বী লিজ ট্রসকে।  বৃহস্পতিবার রাতে ‘ব্যাটল ফর নম্বর ১০’ –এ কনজারভেটিভ পার্টির সদস্যদের মুখোমুখি হয়েছিলেন দুই ফাইনালিস্ট সুনাক ও ট্রস। কিন্তু দলের বেশিরভাগ সদস্যেরই সমর্থন গেল সুনাকের দিকে। কনজারভেটিভ পার্টির দলনেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের দৌড়ে থাকা সুনাক ও ট্রস উভয়কেই দর্শকদের প্রশ্নবাণের মুখে পড়তে হয়। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী সাবলীল জবাবে টেক্কা দিয়েছেন প্রতিদ্বন্দ্বীকে। বরিস জনসনের উত্তরাধিকারী হিসেবে দাবি জোরালো করতে দুই প্রার্থীই নিজেদের মতো করে যুক্তিজাল বিছিয়েছেন। বিতর্কের শেষে দর্শকরা হাত তুলে সুনাকের পক্ষেই সমর্থনের কথা জানিয়েছেন। এই জয় সুনাকের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সম্প্রতি টোরি সদস্যদের মধ্যে সমীক্ষায় ট্রসের থেকে ৩২ শতাংশ পয়েন্ট পিছিয়ে ছিলেন সুনাক। সমীক্ষায় ধাক্কা খাওয়ায় তিনি কি লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন? সম্ভাব্য ভোটার তথা এক দর্শকের প্রশ্নের উত্তরে সুনাক সাফ জানিয়েছেন, ‘পিছু হঠার কোনও প্রশ্নই নেই। আমি যা বিশ্বাস করি, তার জন্য লড়াই করছি। আমার এই আদর্শ আমি সারা দেশের কাছে তুলে ধরব।’ 
বেশিরভাগ টোরি মন্ত্রী ট্রসের সমর্থনে মুখ খুলেছেন। এ প্রসঙ্গে সুনাক জানাতে ভোলেননি যে, সংসদীয় সমস্ত প্রক্রিয়ায় তিনি জোরালো ও বড়সড় সমর্থন পেয়েছেন। একইসঙ্গে বলেছেন, ‘আমরা তো একটা দল, আমরা সবাই একই পরিবারের সদস্য। এই লড়াইয়ের পর আমরা সবাই মিলিত হয়ে পরের নির্বাচনে বিরোধী নেতা কেইর স্টার্মারের মোকাবিলা করব এবং জিতব। সেটাই হবে প্রকৃত পুরস্কার।’ কর ছাঁটাইয়ের আগে মুদ্রাস্ফীতির দৈত্যকে বোতলবন্দি করার কথা বলে বিতর্কে তাঁর মূল চিন্তাভাবনা মেলে ধরেন। ব্যাঙ্ক অব ইংল্যান্ড দেশে মন্দার অশনি সঙ্কেত দিয়ে সুদের হার বাড়িয়েছে। ট্রস মন্দার আশঙ্কা মোকাবিলায় সাহসী সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, করের বোঝা মন্দার কারণ হয়ে উঠছে বলে যে অভিযোগ, তা খারিজ করে দিয়েছেন সুনাক। তাঁর যুক্তি, মুদ্রাস্ফীতিই মন্দার কারণ। তাঁর দামী সুট ও জুতো নিয়ে প্রশ্নের উত্তরে সুনাক বলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, ব্রিটিশ জনতার চোখে চরিত্রই আসল। 

6th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ