বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

বাণিজ্যিক বিবাদ নিষ্পত্তির
কেন্দ্র হতে চায় ভারত
বললেন কিরেন রিজিজু

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: বাণিজ্যিক ক্ষেত্রে বিশ্বের বড়সড় আর্বিট্রেশন কেন্দ্র হিসেবে গড়ে তোলা লক্ষ্য ভারতের। এ জন্য ভারত সরকার দ্য নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, যা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। লন্ডনে বাণিজ্য সংগঠন ফিকি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।  রিজিজু বলেছেন, ভারতের  এই কেন্দ্র থাকবে প্রয়োজনীয় পরিকাঠামো, উচ্চমানের আইনি প্রশাসনিক দক্ষতা সহ পেশাদার ব্যবস্থাপনার সুবিধা। ভারতে প্রতিষ্ঠানিক মধ্যস্থতা সালিশির সুবিধার জন্য একটি স্বাধীন ও স্বশাসিত সংস্থা স্থাপন সিঙ্গাপুর ও লন্ডনের মতো এখানে সেরা মধ্যস্থতাকারীদের আকৃষ্ট করা এই উদ্যোগের লক্ষ্য। 
ম্যানসন হাউসে সংযুক্তিকরণ ও অধিগ্রহণ সংক্রান্ত সাম্প্রতিক প্রবণতা এবং সালিশি মধ্যস্থতার গন্তব্য হিসেবে ভারতের ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়ে এই আলোচনায় অংশ নিয়েছিলেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামনা-ও।  ব্রিটেন ও ভারতের চলতি বৈদেশিক বাণিজ্য চুক্তি (এফটিএ)-র প্রেক্ষাপটে এই আলোচনার শিরোনাম  ‘আরবিট্রেটিং ইন্দো-ইউকে কর্মার্শিয়াল ডিসপুটস’। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ফিকি-র ডিরেক্টর জেনারেল অরুণ চাওলা। কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, সরকার দেশে সামগ্রিকভাবে ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংক্রান্ত বাধ্যবাধকতার জটিলতা হ্রাস করতে পদক্ষেপ গ্রহণ করেছে। এই লক্ষ্যে প্রধান বিচারপতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং কেন্দ্র সরকারের চিন্তাভাবনার প্রশংসা করেছেন। এফটিএ-এর প্রভাবের প্রসঙ্গ উল্লেখ করে লন্ডনের মেয়র অ্যাল্ডারমেন ভিনসেন্ট কেভেনি বলেছেন, বাণিজ্য চুক্তি দ্বিপাক্ষিক রপ্তানির বৃদ্ধিতে সহায়ক হবে এবং লগ্নির সুযোগও বাড়বে। সেজন্য এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরাল করতে আইনি ব্যবস্থার প্রয়োজন রয়েছে। ব্রিটেনে নিযুক্ত ভারতের কার্যনির্বাহী হাই কমিশনার সুজিত ঘোষও দুই দেশের সুদীর্ঘ সম্পর্কের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারত ও ব্রিটেন একটি উৎপাদনশীল গোষ্ঠী প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি পালন করছে। গণতন্ত্র ও অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়।  ফিকির ডিরেক্টর জেনারেল অরুণ চাওলা,  এন জি খৈতান,  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামনা, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু, ব্রিটেনে ভারতের কার্যনির্বাহী কমিশনার সুজিত ঘোষ এবং গীতা লুথরা (বাঁদিক থেকে)।

6th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ