বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ডেনমার্কের শপিং মলে গোলাগুলি
মৃত্যু তিনজনের, জখম একাধিক

কোপেনহেগেন, ৪ জুলাই: ডেনমার্কের রাজধানী কোপেনহেগনের শপিং মলে এলোপাথাড়ি গুলি। মৃত্যু হল তিনজনের। জখম একাধিক। মৃতদের মধ্যে একজন প্রৌঢ়। অন্য দু'জন যুবক বলে জানা গিয়েছে। জখমদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গতকাল অর্থাৎ রবিবার কোপেনহেগেনের অন্যতম ব্যস্ত শপিং মলে আচমকাই ঢুকে পড়ে এক বন্দুকবাজ। তার পরনে ছিল হাফ প্যান্ট, স্লিভলেস শার্ট এবং হাতে রাইফেল। শপিং মলে ঢুকেই গুলি ছুঁড়তে শুরু করে সে। ভয় পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিস। ততক্ষণে গুলিতে মৃত্যু হয় তিনজনের। জখম একাধিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ড্যানিশ পুলিস জানিয়েছে, গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ডেনমার্কেরই বাসিন্দা। তবে ২২ বছরের এই যুবকই গুলি চালিয়েছে কী না তা স্পষ্ট করে জানায়নি সে দেশের পুলিস। জানা যায়নি ধৃতের নাম-পরিচয়ও। সূত্রের খবর, তথ্য প্রমাণ অনুযায়ী ওই যুবকই আততায়ী বলে পুলিসের অনুমান। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সেদেশের নিয়ম অনুযায়ী, পুলিস পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনও অপরাধীর নাম-পরিচয় প্রকাশ করা যায় না। অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের মতে, ধৃত তরুণই এই কাণ্ডে মূল অভিযুক্ত। কারণ, অনেকেই নাকি তাঁকে রাইফেল হাতে ফিল্ডস শপিং মলে ঢুকতে এবং পরে গুলি চালাতে দেখেছে। তবে এই ঘটনায় জঙ্গি যোগের কোনও প্রমাণ মেলেনি। তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পুলিস চিফ সোরেন থোমাসসেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, আততায়ী একাই ছিল। তাঁর সঙ্গে দ্বিতীয় কোনও ব্যক্তি জড়িত থাকার খবর মেলেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে সেদেশের পুলিস।

4th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ