বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

দক্ষিণ ইরানে ভূমিকম্পে মৃত পাঁচ

তেহরান: কেঁপে উঠল ইরানের মাটি। শনিবার রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূকম্পে দেশের দক্ষিণাঞ্চলে মৃত্যু হয়েছে পাঁচজনের। জখম আরও অন্তত ৪৪। সরকারি টেলিভিশনকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা। কম্পনের উৎসস্থল ছিল সায়েহ খোশ গ্রামের কাছে। সেই গ্রামে পৌঁছেছে উদ্ধারকারী দল। হোরমোজগন প্রদেশের এই গ্রামে বাসিন্দার সংখ্যা প্রায় ৩০০। এদিন ভোররাতে কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন লোকজন। ভূকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। বেলা যত গড়িয়েছে একাধিকবার অনুভূত হয়েছে আফটার শক। ফলে আতঙ্কে রাস্তাতেই আশ্রয় নেন সায়েহ খোশের বাসিন্দারা। এদিন কম্পন অনুভূত হয়েছে ওমান, কাতার, আফগানিস্তান, পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে। উল্লেখ্য, ইরানের ওই এলাকায় বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার মাঝারি ভূমিকম্প হয়েছে।

3rd     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ