বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মোদি-পুতিন ফোনালাপ, সমস্যা সমাধানে
কূটনীতিতেই জোর দেওয়ার বার্তা ভারতের

 

নয়াদিল্লি: দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে জোর দেওয়া হোক আলোচনা ও কূটনীতিতেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের এই বার্তাই তুলে ধরল ভারত। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান তুলে ধরেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে একথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর ভারত সফরে এসেছিলেন পুতিন। সেইসময় দু’দেশের মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেগুলির অগ্রগতি নিয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে। কৃষিজাত সামগ্রী, সার ও ওষুধ নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন মোদি-পুতিন। দু’জনেই আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বিষয়ে আলাপ-আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন বলে খবর। 
অন্যদিকে, ইউক্রেন ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বৃহস্পতিবার কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্ল্যাক সি আইল্যান্ড থেকে পিছু হটতে হয়েছে পুতিনের সেনাকে। ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করল তারা। রুশ সেনার ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারিয়েছে দুই শিশু সহ কমপক্ষে ২১ জন। ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিস জানিয়েছে, ওডিসার দক্ষিণ-পশ্চিমে উপকূলবর্তী ছোট্ট শহর সেরহিভাকায় হামলা চালানো হয়েছে। এতে ২১ জনের মৃত্যু হয়েছে। জখম ৩০। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, একটি আবাসনে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। সেখানেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। 

2nd     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ