বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

আপত্তি প্রত্যাহার তুরস্কের, ন্যাটোতে
ঢোকার পথ প্রশস্ত সুইডেন ও ফিনল্যান্ডের

মাদ্রিদ: ইউক্রেনে চলতি রুশ অভিযানের মধ্যে বড়সড়  সিদ্ধান্তের পথে ন্যাটো।  সুইডেন ও ফিনল্যান্ডের জোটে সামিল হওয়ার ব্যাপারে আপত্তি প্রত্যাহার করে নিল তুরস্ক।  ফলে  মাদ্রিদে ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে অচলাবস্থার অবসান হল।  তিন দেশের নেতাদের সঙ্গে জরুরি উচ্চপর্যায়ের বৈঠকের পর জোটের সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ বলেছেন, ‘আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। এতে দুই নর্ডিক দেশের ন্যাটো-তে যোগদানের পথ প্রশস্ত হল।’  এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তিনি।  উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ফলে ইউরোপে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঘোরাল  নিরাপত্তা  সংকট সংক্রান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরই  দীর্ঘদিনের জোট নিরপেক্ষ নীতি থেকে বেরিয়ে ফিনল্যান্ড ও সুইডেন মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটে যোগদানের আর্জি জানিয়েছে।  ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার রয়েছে দীর্ঘ সীমান্ত। রাশিয়ার আক্রমণাত্মক মনোভাব ও অনিশ্চিত মতিগতিতে ত্রস্ত হয়েই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা ন্যাটোর ছায়ায় আসতে চাইছে।   ন্যাটো  সদস্য দেশগুলির সর্বসম্মতির মাধ্যমে পরিচালিত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ এরডোগান কুর্দিশ বিদ্রোহীদের সম্পর্কে ফিনল্যান্ড ও সুইডেনের অবস্থান সম্পর্কে অসন্তোষ প্রকাশ করে তাদের ন্যাটোতে সামিল হওয়ার পথ রুদ্ধ করার হুমকি দিয়েছিলেন।  এরপর কূটনীতি ও আলোচনার মাধ্যমে জট খুলল। তুরস্ক জানিয়েছে, তারা যা চেয়েছিল, তা মিলেছে। কুর্দিশ বিদ্রোহীদের সন্ত্রাসবাদী বলে বিবেচনা করে তুরস্ক। তাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাসও তারা পেয়েছে। স্টোলেনবার্গ জানিয়েছেন, বুধবারই ওই  ফিনল্যান্ড ও সুইডেনকে ৩০ দেশের জোটে সামিল হওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।  আগামী কয়েক মাসের মধ্যেই এই দুটি দেশ ন্যাটোতে  ঢুকে পড়বে বলেও তিনি আশাপ্রকাশ করেছেন।

1st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ