বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মহামারী নয়, মাঙ্কিপক্সের উপর
কড়া নজর রাখতে হবে, জানাল হু

লন্ডন: সংক্রামক মাঙ্কিপক্স নিয়ে ওয়ার্ল্ড হেল্থ নেটওয়ার্কের উল্টোপথে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়ে দিল, মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী হেল্থ ইমার্জেন্সি জারি হচ্ছে না। অর্থাৎ, মহামারী ঘোষণা থেকে দূরেই থাকল তারা। যদিও অতি সম্প্রতি বিশ্ববাসীকে সতর্ক করে মাঙ্কিপক্সকে মহামারী ঘোষণা করে ওয়ার্ল্ড হেল্থ নেটওয়ার্ক (ডব্লুএইচএন)। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। আক্রান্ত প্রায় চার হাজার। দেশ থেকে দেশান্তরে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। কিন্তু শনিবার বিবৃতি জারি করে হু জানিয়েছে, সংক্রমণটি স্বাভাবিক না হলেও আফ্রিকার বহু দেশে মাঙ্কিপক্স এন্ডেমিক অর্থাৎ শেষের দিকে রয়েছে। রোগটির বর্তমান পরিস্থিতির জন্য গত কয়েক বছরে গুরুত্ব না দেওয়াকে দায়ী করেছে হু। তবে, তাদের বহু সদস্য সংগঠনের অবস্থানের সঙ্গে সহমত নন। হু মনে করছে, মাঙ্কিপক্সের সংক্রমণের প্রকৃতির উপর আমাদের কঠোর নজর রাখতে হবে। কমিটির এই মতামত ডিরেক্টর জেনারেলের কাছে পাঠানো হবে। কয়েকদিন আগেই মাঙ্কিপক্সকে প্যানডেমিক ঘোষণা করেছিল ডব্লুএইচএন। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ইয়ানির বার-ইয়াম বলেছিলেন, এখনই পদক্ষেপ না করলে মাঙ্কিপক্স মহামারী আরও ভয়াবহ আকার নিতে পারে। প্রসঙ্গত, কোভিড-১৯ মোকাবিলায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই স্বাধীন সংগঠনটি তৈরি করেছিলেন।

27th     June,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ