বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

২৫ বছরে পা, আজও
অটুট হ্যারি পটারের জাদু

লন্ডন: ‘দ্য বয় হু লিভড’—শুনলে মাথায় আসে একটাই নাম। হ্যারি পটার। ২৫ বছর আগে জাদুর এক নতুন জগতের সঙ্গেই সামনে আসে তার নাম। প্রায় দু’যুগ কেটে গেলেও হ্যারি পটারের সম্মোহনে এখনও মজে প্রজন্মের পর প্রজন্ম। ১৯৯৭ সালের ২৬ জুন হ্যারিদের জাদুর জগতের হদিশ পান ‘মাগল’রা। সৌজন্যে লেখিকা জে কে রাউলিং। হ্যারিদের শুরুটা অবশ্য সহজ ছিল না। রাউলিংয়ের পান্ডুলিপি বাতিল করে দিয়েছিল একের পর এক প্রকাশনা সংস্থা। কেউ কেউ আবার বলেছিলেন, ছোটদের বই হিসেবে ৬০ হাজার শব্দ অনেকটাই বেশি। ছোট করা প্রয়োজন। রাজি হননি লেখিকা। শেষ পর্যন্ত তাঁর শর্তেই বইটি প্রকাশ করে ব্লুমসবেরি। শুরু হয় ম্যাজিক। ২০২২ সাল পর্যন্ত হ্যারি পটারের ৫০ কোটি বই বিক্রি হয়েছে। হারমায়নি, রনের সঙ্গে তার বন্ধুত্বের বাঁধনে মিলে গিয়েছে গোটা বিশ্ব। হ্যারির চিরশত্রু ড্রেকো ম্যালফয় সবার চোখে হয়ে ওঠে ভিলেন। আর অবশ্যই ভোলডেমর্ট। বইয়ের পাতা হোক বা সিনেমার পর্দা—ডার্ক লর্ডের সঙ্গে লড়াইয়ের মুহূর্তগুলিতে মনে মনে হ্যারির পাশে দাঁড়িয়ে পড়েন মাগলরা। হ্যারি পটারের প্রভাব কতটা বিস্তৃত, তার উল্লেখ মিলেছে সাম্প্রতিককালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদামির জেলেনেস্কির কথাতেও। রাশিয়াকে ডার্ক লর্ড ভোলডেমর্টের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। হ্যারির জাদু আসলে কোনও বয়স মানে না। লাগে না কোনও ‘ম্যাজিক স্পেল’ও।

27th     June,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ