বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মাঙ্কিপক্সকে মহামারী ঘোষণা ডব্লুএইচএনের

লন্ডন: ইতিমধ্যেই ছড়িয়েছে ৫৮টি দেশে। দ্রুত বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী মহামারী (প্যানডেমিক) ঘোষণা করল ওয়ার্ল্ড হেল্থ নেটওয়ার্ক (ডব্লুএইচএন)। মূলত কোভিড-১৯ মোকাবিলায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই স্বাধীন সংগঠনটি তৈরি করেছিলেন। এবার মাঙ্কিপক্স রোধেও সক্রিয় হল ডব্লুএইচএন। বিবৃতি দিয়ে তারা বলল, গোটা পৃথিবী যাতে হাত মিলিয়ে সংক্রমণ রোধের প্রচেষ্টা করে, সেজন্যই মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করা হল। মাঙ্কিপক্স ইস্যুতে বৃহস্পতিবার থেকে বৈঠকে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারই মধ্যে ডব্লুএইচএন-এর এই ঘোষণা। ডব্লুএইচএন বলেছে, ৫৮টি দেশে ইতিমধ্যেই ৩ হাজার ৩১৭ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ডব্লুএইচএন-এর সহ-প্রতিষ্ঠাতা ইয়ানির বার-ইয়াম বলেন, হাত গুটিয়ে বসে থাকার কোনও যুক্তি নেই। এখনই পদক্ষেপ না নিলে মহামারী ভয়াবহ আকার নিতে পারে।

26th     June,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ