বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ইউক্রেনের হয়ে মাইন খুঁজে দিচ্ছে
রাশিয়ার ফেলে যাওয়া কুকুর ম্যাক্স

কিয়েভ: কথায় বলে, কুকুর অত্যন্ত প্রভুভক্ত জীব। কিন্তু, প্রভু যদি স্বার্থপর হয়, বিপদের মধ্যে ছেড়ে পালায়? তাহলে কিন্তু সেই ‘ভক্তি’ বদলে যেতে পারে ঘৃণায়। ঠিক যেমনটা ঘটেছে ম্যাক্সের ক্ষেত্রে। ‘কাজ ফুরলেই পাজি’ তত্ত্ব মেনে যুদ্ধদীর্ণ ইউক্রেনে এই বছর তিনেকের বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির কুকুরটিকে ফেলে রেখেই চলে গিয়েছিল রুশ সেনা। তারপর বেশ কয়েকদিন কৃষ্ণ সাগরের কাছাকাছি একটি গ্রামের রাস্তায় একাই ঘুরে বেরিয়েছিল সে। প্রবল গোলাগুলির মধ্যেও ভাগ্যক্রমে তার কোনও চোট-আঘাত লাগেনি। তবে, খাবার আর জল না পেয়ে বেশ কাহিল হয়ে পড়েছিল। শেষমেষ ইউক্রেনীয় সেনার নজরে পড়ে ম্যাক্স। তাদের সেবা-শুশ্রুষায় ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠে। নতুন মনিবদের এই মহানুভবতার প্রতিদান দিতে অবশ্য ভোলেনি ম্যাক্স। রুশ সেনার হয়ে ঠিক যে কাজগুলি করত সে, সেটাই এবার ইউক্রেনীয় সেনার হয়ে করছে। পুরনো মনিবরা মাটির তলায় যেসব মাইনগুলি পুঁতে রেখে গিয়েছে, এখন সেগুলিই খুঁজে বের করে দিচ্ছে ম্যাক্স। সম্প্রতি ইউক্রেনের ন্যাশনাল গার্ড তাদের ফেসবুক পেজে ম্যাক্সের ছবি দিয়ে তার কাহিনি পোস্ট করেছে। 

24th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ