বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মজার ছলে সিংহের খাঁচায়
হাত ঢোকালেন রক্ষী
খোয়ালেন আঙুল

কিংস্টন, ২৩মে: আলিপুর চিড়িয়াখানায় বাঘের গলায় মালা পরানোর কথা মনে আছে? রাঁচিতে সিংহের খাঁচায় ঢুকে পড়েছিল এক ব্যক্তি! শেষে মৃত্যু হয়েছিল তাঁর। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। তবে দেশে নয় বিদেশে। সুদুর জামাইকাতে। ঘটনাটি ঘটেছে সেন্ট এলিজাবেথ এলাকার একটি চিড়িয়াখানায়। তবে এবারে কোনও ক্ষ্যাপাটে দর্শক নন। বরং পশুরাজের মুখে হাত দিলেন স্বয়ং চিড়িয়াখানারই এক রক্ষীই। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রথমে সিংহটির মাথায় হাত বোলাচ্ছিলেন। তাতে বেশ বিরক্তই হচ্ছিল পশুরাজ।  হাবেভাবে তা প্রকাশও পাচ্ছিল। তারপরও ক্ষান্ত হননি ওই রক্ষী। খানিকক্ষণ পরেই সিংহের মুখেই হাত ঢুকিয়ে দেন। ব্যাস আর কী। মেজাজ বিগড়ে ছিলই। এবার মুখের ভিতর হাত ঢোকানোয় ক্ষেপে ওঠে পশুরাজ। কামড়ে ধরে ওই ব্যক্তির একটি আঙুল। বেগতিক দেখে সেই রক্ষী হাত বের করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু কথায় আছে সিংহের মুখ থেকে কিছু ছিনিয়ে নেওয়া সহজ কথা নয়। কাজেই আঙুল খোয়াতে হল ওই রক্ষীর। সিংহটি কামড়ে আঙুল ছিঁড়ে নেয় তাঁর। অন্যদিকে পুরো ঘটনার ভিডিও করতে ব্যস্ত ছিলেন সেই সময় চিড়িয়াখানায় থাকা ব্যক্তিরা। অভিযোগ, আশেপাশে ছিলেন প্রায় ১৫ জন ব্যক্তি। কিন্তু কেউই তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানিয়েছেন, সেই সময় আমি ওইখানেই ছিলাম। ওই রক্ষী সকলকে তাক লাগিয়ে দেওয়ার জন্য খাঁচার মধ্যে থাকা সিংহের মাথায় হাত বুলোতে থাকে। এরপরই সেই ঘটনাটি ঘটে। সিংহটি আচমকাই কামড়ে ধরে তাঁর আঙুল। চিৎকার করতে থাকে ওই রক্ষীটি। আমরা প্রথমে ভেবেছিলাম ওই ব্যক্তি বোধহয় মজার ছলে এরকম করছে। মোটেই আসল বিষয়টি বুঝতে পারিনি। এরপর ব্যাপারটি বোঝার পরই দর্শকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। দেখা যায় আঙুল ছিঁড়ে নিয়েছে সিংহটি। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে মাটি পড়ে যায় সেই রক্ষী। এরপরই সবাই ওই এলাকা থেকে পালিয়ে যায়। আমিও ভয় পেয়ে দৌড়ে পালাই। ততক্ষণে অবশ্য ছুটে এসেছে চিড়িয়াখানার অন্যান্য কর্মীরা। তড়িঘড়ি ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।  

23rd     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ