বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পশ্চিমের পাঠানো সমরাস্ত্রের
বহর ধ্বংসের দাবি রাশিয়ার
ইউক্রেন যুদ্ধ

লন্ডন: ইউক্রেনের জিতোমির এলাকায় পশ্চিমী দেশগুলির পাঠানো সমরাস্ত্রের একটি বড় বহর ধ্বংসের দাবি করল রুশ সেনা। সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সমর সম্ভার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। 
ইউক্রেন যুদ্ধে রীতিমতো নাজেহাল অবস্থা রাশিয়ার। বহু চেষ্টা সত্ত্বেও এখনও কিয়েভ দখলে ব্যর্থ ভ্লাদিমির পুতিনের দেশ। যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছে আমেরিকা ও পশ্চিমের অন্য দেশগুলি। যার ফলে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারই মধ্যে রাশিয়ার সমরাস্ত্র ধ্বংসের এই দাবিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ইউক্রেন অভিযানে ডনবাস দখলই এখন পাখির চোখ রাশিয়ার। এদিন একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আমেরিকা সহ পশ্চিমি দেশগুলির দেওয়া বিপুল সংখ্যক সমরাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করেছে সেনা। তাদের দাবি, পূর্ব ডনবাসে থাকা ইউক্রেনীয় সেনার সাহায্যার্থেই এই বহর পাঠানো হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, কৃষ্ণসাগরের উপকূলে থাকা ওডেসার কাছে একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্রও ধ্বংস করেছে রুশ ক্ষেপণাস্ত্র। পাশাপাশি ইউক্রেনের দু’টো সু-২৫ যুদ্ধবিমান ও ১৪টি ড্রোন ধ্বংসের দাবিও করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ বিবৃতিতে ইউক্রেনের একাধিক কমান্ড পোস্টে আঘাত হানার কথা জানিয়েছে ক্রেমলিন। এই পদক্ষেপকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে তারা।

22nd     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ