বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পুতিনের দেশ থেকে পাকাপাকি ভাবে
ব্যবসা গোটাচ্ছে ম্যাক ডোনাল্ডস
৮৫০ রুশ আউটলেট বিক্রির সিদ্ধান্ত

মস্কো, ১৭ মে: ৩২ বছরের পুরোনো ব্যবসায় অবশেষে ইতি। রাশিয়া থেকে পাকাপাকি ভাবে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ম্যাক ডোনাল্ডস সংস্থা। এই বহুজাতিক সংস্থা জানিয়েছে, ইউক্রেনে যে ধরণের মানবতার সঙ্কট তৈরি হচ্ছে তা থেকে মুখ ফিরিয়ে থাকা অসম্ভব। তাই রাশিয়াকে বিদায় জানাচ্ছে তারা। পাশাপাশি জানিয়েছে, রাশিয়ার মোট ৮৫০টি বিপণিও তারা বিক্রি করে দিতে চলেছে। তবে এই বিষয়ে একটি শর্ত রাখা হয়েছে। সেটি অনুযায়ী, সংস্থার হয়ে কর্মরত ৬২ হাজার কর্মীকে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত চাকরিতে বহাল রাখতে হবে। সূত্রের খবর ইতিমধ্যেই সংস্থার একাধিক দোকান থেকে সামগ্রী, লোগো ইত্যাদি সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে, ম্যাকডোনাল্ডস তাদের আউটলেটগুলি 'ডি-আর্ক' নামের এক রাশিয়ান কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। এদিকে মার্কিনি সংস্থার রাশিয়া ছাড়ার খবরে নিউইয়র্ক শেয়ারবাজারে কোম্পানিটির দর কিছুটা পড়ে গিয়েছে।
গত মার্চ মাসেই মার্কিনি এই খাদ্য প্রস্তুতকারক সংস্থা ঘোষণা করেছিল, যুদ্ধের প্রেক্ষিতে তারা রাশিয়ায় আপাতত ব্যবসা স্থগিত রাখছে। তবে ব্যবসা বন্ধ করলেও রাশিয়ায় সংস্থার কর্মীদের নিয়মিত বেতন দিচ্ছিল ম্যাক ডোনাল্ডস। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা বন্ধ। তারপরও লাগাতার এভাবে বেতন দিয়ে যাওয়ার ফলে ক্রমেই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল মার্কিনি এই সংস্থা। মনে করা হচ্ছে, তার ফলেই সেদেশ থেকে পাকাপাকি ভাবে ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিল তারা। এর আগে রাশিয়ায় ম্যাকডোনাল্ডস বন্ধের খবর প্রকাশ্যে আসতেই সেদেশ হইচই পড়ে যায়। কাতারে কাতারে মানুষ শেষবার ম্যাক ডোনাল্ডসের বার্গারের স্বাদ চেখে দেখার জন্য আউটলেটগুলির সামনে ভিড় করেন। বহু মানুষ রাতভর লাইন দিয়েছিলেন। সেই সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালীন পেপসি, নেটফ্লিক্সের মতো সংস্থাও পুতিনের দেশ থেকে সাময়িকভাবে নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়। উল্লেখ্য, ১৯৯০ সালে মস্কোর পুশকিন স্ক্যোয়ারে ম্যাকডোনাল্ডস তাদের প্রথম আউটলেটটি চালু করে। সেদিন প্রায় ৩০ হাজার মানুষের ভিড় হয়েছিল রেস্টুরেন্টটির বাইরে।

17th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ