বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

রাশিয়ার গ্রাউন্ড ফোর্সের এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত
রিপোর্ট ব্রিটেনের

কিয়েভ: যুদ্ধ শুরুর পর থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ বাহিনীর গ্রাউন্ড ফোর্সের এক তৃতীয়াংশ। পাশাপাশি গতিবেগ হারানোর ফলে নির্ধারিত সময়সূচির থেকে পিছিয়ে গিয়েছে পূর্ব ইউক্রেনে রুশ সেনার আগ্রাসন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক। সেখানে লেখা হয়েছে, ‘লড়াইয়ের সামর্থ হারানো, ক্রমাগত মনোবল ভাঙা এবং যুদ্ধের কার্যকারিতা হ্রাস পাওয়ায় সীমাবদ্ধ হয়ে পড়ছে রুশ সেনা। এই বাধাগুলি থেকে সহজে রেহাই পাওয়া সম্ভব নয়। এর ফলে ইউক্রেনে রুশ আগ্রাসন আরও বাধাগ্রস্ত হতে পারে।’ মন্ত্রকের গোয়েন্দা সূত্রের দাবি, আগামী ৩০ দিন সামরিক অভিযানের গতিবেগ বাড়াতে পারবে না পুতিন বাহিনী। উল্লেখ্য, রবিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনার পিছু হটার খবর প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে খারকিভে থাকা ইউক্রেনীয় সেনার রুশ সীমান্তে পৌঁছানোর খবর জানালেন ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রকের উপদেষ্টা ভাদিম দেনিসেঙ্কো। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী,  ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর ১২৭ নম্বর ব্রিগেডের ২২৭ তম ব্যাটালিয়ন রাশিয়া-ইউক্রেন সীমান্তে পৌঁছতে সক্ষম হয়েছে। বিষয়টি নিয়ে একটি ভিডিও টুইট করেন অস্ট্রিয়াতে নিযুক্ত ইউক্রেনের প্রাক্তন রাষ্ট্রদূত ওলেক্সান্দার স্কের্বা। সেখানে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট, আমরা শত্রুপক্ষের  সীমান্তে পৌঁছতে পেরেছি। আমরা পেরেছি।’ এদিকে বার্লিনে ন্যাটোর বিদেশমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করে যাওয়ার কথা জানালেন জার্মানির আনালেনা বেরবক। ন্যাটো প্রধান জেন্স স্তলতেনবার্গ বলেন, ‘ইউক্রেন যুদ্ধে জয়ী হতে পারে। ওরা সাহসের সঙ্গে নিজের মাতৃভূমিকে রক্ষা করছে।’ 
অন্যদিকে, সোমবার ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, কৃষ্ণসাগরের স্নেক আইল্যান্ডে একটি এসইউ-২৪ এবং খারকিভ ও মিকোলেভের কাছে দু’টি এসইউ-২৫ যুদ্ধবিমানকে ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ ক্ষেপণাস্ত্র। স্নেক আইল্যান্ডে রুশ সেনার কাছে আত্মসমর্পণের কথা অবশ্য অস্বীকার করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী। 
পুনরুদ্ধার করার পর উত্তর খারকিভে ইউক্রেনীয় সেনাবাহিনীর টহল। ছবি: পিটিআই

17th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ