বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

লকডাউনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পার্টি, তদন্তের নির্দেশ

লন্ডন: লকডাউনে বিধি ভেঙে জন্মদিনের পার্টির আয়োজন করে বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষমা চেয়েও মেলেনি নিস্তার। ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া ওই পার্টির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন পুলিস কমিশনার ডেম ক্রেসিডা ডিক। তিনি বলেন, ‘গত দু’বছরে ডাউনিং স্ট্রিট এবং হোয়াইটহলে কোভিড-১৯ বিধি-নিষেধ লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে পুলিস। কোনওরকম পক্ষপাত ছাড়াই এই ঘটনার তদন্ত করা হবে।’ পাশাপাশি ব্রিটিশ মন্ত্রিসভার সচিব সু গ্রেও ঘটনার পৃথক তদন্ত শুরু করেছেন। শীঘ্রই রিপোর্ট জমা দেবেন তিনি। ২০২০ সালের ১৯ জুন ৫৬তম জন্মদিনে পার্টি করেছিলেন বরিস জনসন। সেখানে প্রায় ৩০ জন সরকারি কর্মকর্তা যোগ দিয়েছিলেন। অথচ ওই সময় করোনার সংক্রমণের জেরে লকডাউন চলছে লন্ডন সহ গোটা ব্রিটেনে। শহরে তখন সবরকম পার্টি ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি ছিল। ছ’জনের বেশি জমায়েতের অনুমতি ছিল না। সম্প্রতি ব্রিটেনের একটি নিউজ চ্যানেল ওই পার্টির কথা ফাঁস করে। প্রথমে অস্বীকার করলেও পরে সমালোচনার মুখে ঘটনার কথা স্বীকার করে নেন জনসন। এর আগে ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছিল, মাত্র ১০ মিনিটের জন্য ওই পার্টি হয়েছিল। 

26th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ