বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কে এই আফিয়া সিদ্দিকি

ওয়াশিংটন: আফিয়া সিদ্দিকি বা লেডি আল কায়েদা। পেশায় নিউরোসায়েন্টিস্ট। তুখোড় মেধাবী। শান্ত মুখ-চোখ। ১৮ বছর বয়সে আফিয়া তার ভাইয়ের সঙ্গে আমেরিকা আসে। বস্টনে এমআইটিতে পড়া শেষ করে ব্র্যান্ডেইস বিশ্ববিদ্যালয় থেকে নিউরোসাইন্সে পিএইচডি ডিগ্রিও পায়। মার্কিন গোয়েন্দাদের অনুমান, বস্টনে পড়াকালীন আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নেয় সে। গবেষণা শেষ করে ২০০২ সালে কয়েক মাসের জন্য দেশে গেলেও ফের আমেরিকায় ফিরে আসে আফিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে জঙ্গি সংগঠন আল কায়েদার হামলার পর জেহাদি কার্যকলাপে জড়িয়ে পড়ে। ২০০৮ সালে ফেরার জঙ্গিদের তালিকায় নাম ওঠে সিদ্দিকির। শোনা যায়, ৯/১১ হামলার অন্যতম মূলচক্রী খালিদ শেখ মহম্মদের ভাইপোর সঙ্গে বিয়েও হয় তার। যদিও এই বিয়ে সম্পর্কে নিশ্চিত নন গোয়েন্দারা। ঠান্ডা মাথা ও ক্ষুরধার মস্তিষ্কের জন্য অনেকে তাকে ‘লেডি আল কায়েদা’ বলেও ডাকতে শুরু করে। ২০০৮ সালে আফগানিস্তানের গজনির গভর্নরের উপর হামলার পরিকল্পনা ছিল আফিয়ার। সেই সময়ে এম্পায়ার স্টেট বিল্ডিং, স্ট্যাচু অব লিবার্টি, ওয়াল স্ট্রিট, ব্রুকলিন ব্রিজ সহ নিউ ইয়র্ক শহরের একাধিক জায়গায় হামলা করার পরিকল্পনার করেছিল। জিজ্ঞাসাবাদ চলাকালীন এক সেনাকর্তার এম-৪ রাইফেল কেড়ে হামলা চালায় আফিয়া। কেউ হতাহত না হলেও ২০১০ সালের ওই ঘটনায় তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেয় আদালত। আফিয়াকে জেলমুক্ত করতে একাধিকবার প্রস্তাব দিয়েছে আল কায়েদা, আইএস। এমনকী পাকিস্তান সরকারও। তবে আফিয়াকে ছাড়ানোর কম চেষ্টা করেনি জঙ্গি সংগঠনগুলি।

17th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ