বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

লন্ডন থেকে দেশে ফিরছে
চুরি যাওয়া যোগিনী মূর্তি

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: উত্তরপ্রদেশের এক গ্রাম থেকে চুরি যাওয়া যোগিনী মূর্তি শুক্রবার লন্ডনের ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হল। জানা গিয়েছে, ১৯৮০ সালে উত্তরপ্রদেশের বান্দা জেলার লোখারি গ্রামের একটি মন্দির থেকে পাথরের এই মূর্তিটি চুরি হয়। বেশ কিছুদিন খোঁজ করা হলেও সেটির কোনও সন্ধান পাওয়া যায়নি। ১৯৮৮ সালে লন্ডনের শিল্পকলার বাজারে প্রথম দেখা মেলে মূর্তিটির। তাও খুব অল্প সময়ের জন্য। সেই শেষ। ২০২১ সালের অক্টোবর মাসে প্রায় ভুলতে বসা মূর্তিটির কথা কানে আসে ভারতীয় হাই কমিশনের। আধিকারিকরা জানতে পারেন, লন্ডনের একটি বাড়ির বাগানে ঠিক একইরকম মূর্তি রয়েছে। শুরু হয় মূর্তি উদ্ধারের প্রস্তুতি। সিঙ্গাপুরের ইন্ডিয়া প্রাইড প্রজেক্ট ও লন্ডনের আর্ট রিকভারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করে ভারতীয় হাই কমিশন। স্থানীয় প্রশাসনের সাহায্যে উদ্ধার হওয়া মূর্তিটি দেশে ফেরানোর জন্য তোড়জোড় শুরু করেন কমিশনের আধিকারিকরা। 
অবশেষে এদিন মূর্তিটি হাতে পেল ভারত। সেটিকে দিল্লির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে। এর আগে, উত্তরপ্রদেশের লোখারি গ্রামের ওই একই মন্দির থেকে অপর একটি যোগিনী মূর্তি চুরি হয়েছিল। ২০১৩ সালে প্যারিস থেকে সেটিকে উদ্ধার করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লির জাতীয় জাদুঘরে ঠাঁই পায় মূর্তিটি।

15th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ