বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

‘জি’ টপকে নয়া স্ট্রেইনের
নাম ওমিক্রন কেন?

নয়াদিল্লি: করোনা মহামারী শুরু হওয়া থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এবার ভাইরাসের নামকরণের ক্ষেত্রেও কি তেমন হল? প্রশ্ন উঠছে। কারণ নয়া স্ট্রেইনের নাম কেন ওমিক্রন দিল হু। তার আগেই তো গ্রিক বর্ণমালার ‘জি’ অক্ষর ছিল। মারণ সার্স-কোভ-২ ভাইরাসের নিত্যনতুন মিউটেশনকে চিহ্নিত করতে নামকরণ শুরু করে হু। ঠিক হয় গ্রিক বর্ণমালার অক্ষর দিয়ে করোনা ভাইরাসের বিভিন্ন রূপের নাম দেওয়া হবে। সেইমতো করোনার প্রথম হদিশ পাওয়া রূপের নাম রাখা হয় ‘আলফা’, ‘বিটা’, ‘গামা’, ‘ডেল্টা’ ও ‘কাপ্পা’। কিন্তু সদ্য হদিশ পাওয়া করোনার নয়া রূপ বি.১.১.৫২৯-এর নামকরণের ক্ষেত্রে সেই নিয়ম ভাঙল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’, যা গ্রিক বর্ণমালার ১৫তম অক্ষর। যেখানে হু-এর পদ্ধতি অনুযায়ী এই রূপের নাম গ্রিক বর্ণমালার ১৩ নম্বর অক্ষর ‘নিউ’ বা ১৪তম অক্ষর ‘জি’ বা ‘এক্সআই’ হওয়া উচিত ছিল। 
বিশেষজ্ঞদের যুক্তি, গ্রিক বর্ণমালার অক্ষর ‘নিউ’-এর সঙ্গে ইংরেজি শব্দ ‘নিউ’-এর উচ্চারণ মিলে যাওয়ায় নয়া রূপের উৎপত্তির সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। সেকারণেই হয়তো বিশ্ব স্বাস্থা সংস্থা ওই অক্ষরটি এড়িয়ে গিয়েছে। কিন্তু, তা হলে তো পরের ‘জি’ অক্ষর দিয়ে নামকরণ হতো? গ্রিক বর্ণমালার এই ১৪তম অক্ষর কেন বাদ দিল হু? নেটিজেনদের দাবি, চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের নামের বানানের সঙ্গে ‘জি’ অক্ষর মিলে যাওয়ায় অত্যন্ত সচেতন ভাবেই তা এড়িয়ে যাওয়া হয়েছে।

29th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ