বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

স্কুইড গেমের বেআইনি আদানপ্রদান,
অভিযুক্তকে গুলি উত্তর কোরিয়ায়

নয়াদিল্লি: নেটফ্লিক্সে স্কুইড গেম ওয়েব সিরিজ বেআইনি আদান-প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল উত্তর কোরিয়া। ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানা গিয়েছে। একই সঙ্গে সাতজন পড়ুয়াকেও কঠোর শাস্তি দিয়েছে কিম জং উন সরকার। তাদের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ছ’জনকে খনি অঞ্চলে পাঠানো হয়েছে। সেখানে দিনরাত পরিশ্রম না করলে শাস্তি আরও কঠোর হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। নেটফ্লিক্সে অত্যন্ত জনপ্রিয় এই ওয়েব সিরিজ। রেডিও ফ্রি এশিয়ার খবর, ওই সিরিজের প্রযুক্তি থেকে যাবতীয় তথ্য ‘চুরি’ করে একটি অনুলিপি তৈরি করে চীনের এক ব্যক্তি। পরে সেটি উত্তর কোরিয়ার এক ব্যক্তিকে বিক্রি করে দেন। ওই ব্যক্তি সিরিজটি ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, সিরিজটির মেমরি স্টোরেজ ডিভাইসটি আদান-প্রদান হয়েছে ইউএসবি ফ্লাস ড্রাইভের মাধ্যমে। যা উত্তর কোরিয়ায় গুরুতর অপরাধ বলে স্বীকৃত। অভিযোগ প্রমাণিত হওয়ার পরই ওই ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

26th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ